shono
Advertisement

Breaking News

Health Tips

সোয়েটার পরলেই চুলকানি? পশমি পোশাকেই হতে পারে ত্বকের দফারফা, জানুন বাঁচার উপায়

ত্বকের সুরক্ষা নিয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
Published By: Buddhadeb HalderPosted: 05:41 PM Jan 04, 2026Updated: 05:41 PM Jan 04, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তুরে হাওয়ার শিরশিরানি বাড়তেই আলমারি থেকে বেরিয়ে এসেছে পছন্দের পশমি পোশাক। কিন্তু সেই উলের সোয়েটার গায়ে চাপাতেই কি শুরু হচ্ছে অস্বস্তিকর চুলকানি বা লালচে র‍্যাশ? শীতের ওম নিতে গিয়ে অনেকেই এই সমস্যার সম্মুখীন হন। চিকিৎসকদের মতে, উলের পোশাক সরাসরি ত্বকের সংস্পর্শে এলে অনেকের ক্ষেত্রেই ত্বকের দফারফা হতে পারে। কিন্তু কেন এমন হয়? চর্মরোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এর নেপথ্যে রয়েছে প্রধানত তিন’টি কারণ।

Advertisement

প্রথমত, উলের অমসৃণ তন্তু বা ‘রাফ ফাইবার’ ত্বকের সঙ্গে ঘষা লেগে এক ধরনের যান্ত্রিক অস্বস্তি বা ‘মেকানিক্যাল ইরিটেশন’ তৈরি করে। যাঁদের ত্বক স্পর্শকাতর কিংবা যাঁদের একজিমা বা শুষ্ক ত্বকের সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই সমস্যা বেশি প্রকট হয়। দ্বিতীয় কারণটি হল ‘অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস’। অনেকেরই উল, উলের ডাই (রং) বা কাপড় প্রক্রিয়াকরণে ব্যবহৃত রাসায়নিকের প্রতি অ্যালার্জি থাকে। এ ছাড়া, ভারী সোয়েটার শরীরের তাপ ও ঘাম আটকে রাখে। এই উষ্ণ ও আর্দ্র পরিবেশ ব্যাকটেরিয়া বা ছত্রাক সংক্রমণের আদর্শ ক্ষেত্র হয়ে ওঠে, যার ফলে দেখা দিতে পারে হিট র‍্যাশ।

তবে সাধারণ অস্বস্তি আর অ্যালার্জির মধ্যে ফারাক বোঝা প্রয়োজন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাধারণ ইরিটেশন হলে সোয়েটার পরার সঙ্গে সঙ্গেই চুলকানি বা সুড়সুড়ি শুরু হয় এবং সোয়েটার খুলে ফেললে কয়েক ঘণ্টার মধ্যেই তা ঠিক হয়ে যায়। কিন্তু অ্যালার্জি বা কন্টাক্ট ডার্মাটাইটিস হলে সমস্যা আরও গভীর। এক্ষেত্রে তীব্র চুলকানি, লাল চাকা চাকা দাগ, এমনকী ছোট ছোট ফুসকুড়ি বা ফোস্কাও দেখা দিতে পারে। এই সমস্যা সোয়েটার খোলার পর সহজে সারে না এবং বারবার পরলে পরিস্থিতির অবনতি হয়।

শীতের আরাম উপভোগ করতে হলে কিছু নিয়ম মেনে চলা জরুরি। যাঁদের ত্বক সংবেদনশীল, তাঁরা সোয়েটারের নিচে অবশ্যই একটি সুতির পাতলা পোশাক (Cotton Inner) পরে নিন। সরাসরি পশমের ছোঁয়া এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। এ ছাড়া মেরিনো উল, বাঁশ বা ফ্লিসের মতো নরম তন্তুর পোশাক বেছে নিতে পারেন। নতুন সোয়েটার ব্যবহারের আগে অবশ্যই তা ধুয়ে নেবেন, যাতে অতিরিক্ত রাসায়নিক বা রং ধুয়ে যায়। সবচেয়ে জরুরি হল ত্বককে আর্দ্র রাখা। পর্যাপ্ত ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বকের রক্ষাকবচ শক্তিশালী হয়। মনে রাখবেন, অস্বস্তি শুরু হলেই কালক্ষেপ না করে সোয়েটারটি খুলে ফেলা উচিত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উলের পোশাক সরাসরি ত্বকের সংস্পর্শে এলে অনেকের ক্ষেত্রেই ত্বকের দফারফা হতে পারে।
  • সাধারণ ইরিটেশন হলে সোয়েটার পরার সঙ্গে সঙ্গেই চুলকানি বা সুড়সুড়ি শুরু হয়।
  • অ্যালার্জি বা কন্টাক্ট ডার্মাটাইটিস হলে সমস্যা আরও গভীর।
Advertisement