সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরসুমে আমাদের শরীরের ওপর অনেক ধকল যায়। তেল-মশলাযুক্ত খাবার, অনিয়মিত ঘুম এবং অতিরিক্ত চিনি আমাদের অন্ত্রকে দুর্বল করে তোলে। নতুন বছরে জিম বা কঠিন ডায়েটের চাপে না গিয়ে সহজ কিছু পানীয় দিয়ে শরীরকে ভেতর থেকে পরিষ্কার করুন। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একেই 'ডিটক্স' বলা হয়। এটি শরীরকে হালকা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
২) গাজর ও কমলালেবুর জুস: গাজর ও কমলালেবুর মিশ্রণ হজম শক্তি বাড়ায়। এতে প্রাকৃতিকভাবে মিষ্টি থাকে, যা চিনি খাওয়ার আকাঙ্ক্ষা কমিয়ে দেয়। এটি ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি করে।
৩) আদা ও কমলালেবুর ডিটক্স: যাদের শরীর খুব অলস লাগে, তাদের জন্য এটি সেরা। আদা শরীরের মেটাবলিজম বাড়ায় এবং উৎসবের পর পেট ফাঁপা বা ভারী ভাব দূর করে।
৫) ডিটক্স হলুদ চা: শীতের সকালে বা রাতে এটি খুবই উপকারী। হলুদের অ্যান্টি-অক্সিডেন্ট গুণ শরীরকে ভেতর থেকে সারিয়ে তোলে এবং মানসিক প্রশান্তি দেয়।
সুস্থ থাকা কোনও কঠিন কাজ নয়, শুধু প্রয়োজন সঠিক অভ্যাস। আজ থেকেই এই ছোট ছোট অভ্যাস তৈরি করুন। নতুন বছরকে করে তুলুন স্বাস্থ্যোজ্জ্বল।
