নিরুফা খাতুন: চৈত্রের শেষেই তাপপ্রবাহের সতর্কবার্তা। বুধবার থেকে পশ্চিমের ৫ জেলায় চলবে তাপপ্রবাহ। সতর্ক করল আলিপুর আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বাড়বে গরম। থাকবে অস্বস্তিকর আবহাওয়া। তবে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস বলছে, বুধবার অর্থাৎ কাল থেকে তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে। চলবে শুক্রবার পর্যন্ত। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪-৫ ডিগ্রি সেলসিয়াস উপরে থাকবে বেশ কয়েকটি জেলায়। বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা পার করতে পারে ৪০ ডিগ্রি। ৪০- ৪২ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলার তাপমাত্রা। এ সপ্তাহে কলকাতার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে। জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও থাকবে গরমের সঙ্গে। দিনের তাপমাত্রা বাড়বে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। তাপপ্রবাহের আবহে জেলার বাসিন্দাদের সতর্ক থাকতে বলছে হাওয়া অফিস।
[আরও পড়ুন: আগুনে গরমে পুড়বে গোটা দেশ, এপ্রিল-জুনে ভয়ংকর তাপপ্রবাহের সতর্কতা মৌসম ভবনের]
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অন্তত ছয় জেলা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের নয় জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। বেশ কিছু এলাকায় লু বইবার সম্ভাবনাও রয়েছে।
তবে উত্তরে চলবে বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্থানে আজকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টি চলতে পারে। মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।