সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এপ্রিল শেষ হতে চলল৷ এখনও মে, জুনের দাপট বাকি৷ এর মধ্যেই গরমে হাসফাঁস করছে শহর কলকাতা-সহ গোটা পশ্চিমবঙ্গ৷ ইতিমধ্যেই তীব্র দাবদাহের জেরে দুই জনের মৃত্যুর খবর মিলেছে শহরে৷ জানা গিয়েছে, সানস্ট্রোকে মৃত্যু হয়েছে হাওড়ার এক যুবকের৷ বৃহস্পতিবার বেলা তিনটে নাগাদ হাওড়া ময়দান এলাকায় পথচলতি ওই যুবক রাস্তার উপর পড়ে যান৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়৷ এদিন দুপুরে স্ট্র্যান্ড রোডে বেসরকারি বাস থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়৷ পুলিশের সন্দেহ, সানস্ট্রোকেই মহিলার মৃত্যু হয়েছে৷
[বিমান হাইজ্যাকের আতঙ্ক ছড়িয়ে প্রধানমন্ত্রীকে টুইট, আটক যাত্রী]
শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি৷ আর সর্বনিম্ন ২৮.১ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি৷ দাবদাহ আরও বাড়ার আশঙ্কা করেছেন হাওয়া অফিসের কর্তারা৷ তবে এর মধ্যেই রাজ্যবাসীকে স্বস্তি দিতে পারে ক্ষণিকের বৃষ্টিপাত৷ যদিও তার সম্ভাবনা খুবই ক্ষীণ৷ তবুও আশা ছাড়ছেন না আবহাওয়াবিদরা৷ তেমন হলে বিকেলের দিকে কালবৈশাখীও আছড়ে পড়তে পারে শহরে৷ যদি তাও না হয় তাহলে বইতে পারে শুষ্ক হাওয়া৷
[বিয়ের পাতে ছিল না গো-মাংস, ‘তালাকে’র হুমকি নববধূকে]
আবহাওয়াবিদরা জানিয়েছেন, রাজ্যের পরিস্থিতির আগামী দিনে তেমন কোনও পরিবর্তন হবে না৷ বাইরে থেকে গরম হাওয়া এ রাজ্যে ঢুকছে৷ আর তাতেই বাড়ছে অস্বস্তি৷ এদিকে এমন আবহাওয়ায় রোগের প্রাদুর্ভাব বাড়ে বলে জানাচ্ছেন চিকিৎসকরা৷ তাঁদের কথায়, সারারাত ফুল স্পিডে পাখা বা এসি চালানোর পর ভোরের দিকে কিছুটা ঠান্ডা লাগছে৷ আর সেই ঠান্ডা-গরম থেকেই ঘরে ঘরে সর্দি-কাশি, জ্বর দেখা দিচ্ছে৷ চিকিৎসকরা জানাচ্ছেন, এমন অবস্থা হলে দ্রুতই ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত৷ বয়স্ক মানুষকে সকালের দিকে যতটা কম সম্ভব রোদে ঘুরতেও বারণ করছেন তাঁরা৷ তবে যারা বেরোচ্ছেন, তাঁদের মাথায় টুপি বা ছাতা এবং সানগ্লাস পরার পরামর্শ দেওয়া হচ্ছে৷ তেষ্টা পেলেই ডাব খেতেও বলছেন চিকিৎসকরা৷
[উত্তর কোরিয়ার সঙ্গে ‘প্রবল’ সংঘর্ষে জড়াতে পারে আমেরিকা, হুঁশিয়ারি ট্রাম্পের]
The post দাবদাহ চলবে দিনভর, বিকেলে বৃষ্টির সম্ভাবনা appeared first on Sangbad Pratidin.