shono
Advertisement

আরও দু’দিন চলবে তাপপ্রবাহ, হাওয়া অফিসের পূর্বাভাসে বাড়ল অস্বস্তি

জ্বলবে দক্ষিণ, উত্তরে বৃষ্টির সম্ভাবনা৷ The post আরও দু’দিন চলবে তাপপ্রবাহ, হাওয়া অফিসের পূর্বাভাসে বাড়ল অস্বস্তি appeared first on Sangbad Pratidin.
Posted: 08:31 AM Jun 17, 2018Updated: 09:06 AM Jun 17, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্দয় আকাশ সকাল থেকে আগুন ঝরাচ্ছে। ফুটছে কলকাতা। ভাজাভাজা হচ্ছে যেন গরম কড়াইয়ে। বিশ্বকাপের জ্বরে নয়। বর্ষাকালের তাপপ্রবাহে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়ে শনিবারও কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই। শহরতলির কিছু এলাকায় তা চল্লিশের কোঠা পেরিয়ে গিয়েছে। রাস্তায় বেরিয়ে তপ্ত শুকনো বাতাসে ঝলসে গিয়েছে নাক-মুখ। আগামী অন্তত দু’দিন এভাবেই কাটবে বলে এদিন জানিয়ে দিয়েছেন আবহাওয়াবিদরা।

Advertisement

[ইদে সর্বশিক্ষা মিশনের অফিস খুলে রাখার নির্দেশ, সরকারকে হেয় করার অভিযোগ]

কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের উপ মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, “আগামী ৪৮ ঘণ্টা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহর পরিস্থিতি বহাল থাকবে। শুধুমাত্র উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।” খাতায়-কলমে বর্ষা ঢুকে গেলেও এদিন দক্ষিণবঙ্গে ছিটেফোঁটাও বৃষ্টি হয়নি। উলটে দিল্লি-হরিয়ানা-রাজস্থান-উত্তরপ্রদেশের শুকনো গরম বাতাস দাপিয়ে বেড়িয়েছে বঙ্গের আকাশে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কম থাকায় ঘামের বদলে ঝলসে যেতে হয়েছে। পশ্চিমী শুখা হলকার রমরমায় রাশ পড়ার কোনও আশা ভরসাও নেই। কারণ সাগরে কোনও নিম্নচাপ দানা বাঁধার ইঙ্গিত আবহাওয়াবিদদের চোখে ধরা পড়েনি। একমাত্র সেক্ষেত্রেই জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকে শুকনো গরম হাওয়াকে কাবু করতে পারত। তাপপ্রবাহের হাত থেকে রেহাই মিলত। তাছাড়া মৌসুমি অক্ষরেখা দুর্বল। ফলে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণের আকাশে।

[রাতবিরেতে ছাদে চড়ে তাণ্ডব মানসিক ভারসাম্যহীন যুবকের, নাজেহাল বাসিন্দারা]

শনিবার ছিল পয়লা আষাঢ়। কিন্তু বৃষ্টির ছিটেফোঁটার দেখা মিলল না। উলটে তাপমাত্রার পারদ ছুঁলো ৪০ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে নাজেহাল হতে হল রাজ্যবাসীকে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে ক্যানিং, দমদম, বর্ধমান, কলাইকুন্ডায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাপিয়ে যায়। রাজ্যের প্রায় সব জেলাতেই সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি ছিল। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পুবালি হাওয়া ও উত্তরবঙ্গে ঘূর্ণাবর্তের জেরে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিবাহী পরিস্থিতির অনুষঙ্গ নেই। ফলে আগামী দু’দিন রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। গরম কমার কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রাও ৪০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। এদিন কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে তাপপ্রবাহের অনুভূতি মালুম হয়েছে। আগামী দু’দিন এই অবস্থা থাকলে শহরবাসীকে আরও ভুগতে হবে তা বলাই বাহুল্য। ফলত হাওয়া অফিসের পূর্বাভাসে উত্তরবঙ্গ না হয় খানিক স্বস্তি পাবে। কিন্তু তাপের কড়াইয়ে সেঁকতে সেঁকতেই জার্মানি-ব্রাজিলের খেলা দেখতে বসতে হবে দক্ষিণবঙ্গকে।

The post আরও দু’দিন চলবে তাপপ্রবাহ, হাওয়া অফিসের পূর্বাভাসে বাড়ল অস্বস্তি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement