shono
Advertisement

উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে মৃত ১২

গত ২৪ ঘণ্টায় উত্তরাখণ্ডে ৫৪ মিলিমিটার রেকর্ড বৃষ্টি হয়েছে৷ আগামী দু’দিন ধরে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ দেবপ্রয়াগের কাছে ভূমিধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে হৃষীকেশ-বদ্রীনাথ জাতীয় সড়ক৷ The post উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে মৃত ১২ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:58 PM Jul 01, 2016Updated: 03:28 PM Jul 01, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেঘভাঙা বৃষ্টিতে উত্তরাখণ্ডে প্রাণ হারালেন পিথোরগড় জেলার অন্তত ১২ জন৷ গুরুতর জখম হয়েছেন বহু মানুষ৷২৫ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না৷ প্রবল বর্ষণের জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে চামোলি, দিদিহাট এলাকায়৷ বিপদসীমার উপর দিয়ে বইছে অলকানন্দা নদী৷ যদি কোনও জায়গায় পাহাড়ে মেঘের ধাক্কা লেগে কয়েক মিনিটে লাগাতার প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়৷ একেই বলে মেঘভাঙা বৃষ্টি৷

Advertisement

গত ২৪ ঘণ্টায় উত্তরাখণ্ডে ৫৪ মিলিমিটার রেকর্ড বৃষ্টি হয়েছে৷ আগামী দু’দিন ধরে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ দেবপ্রয়াগের কাছে ভূমিধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে হৃষীকেশ-বদ্রীনাথ জাতীয় সড়ক৷ ২০১৩ সালে উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি ও বন্যায় মৃত্যু হয়েছিল ৫৭৪৮ জনের৷ অন্যদিকে, কলকাতাতেও শুক্রবার সকাল থেকেই মেঘলা আকাশ৷ বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি পড়ছে৷ গুমোট ভাবও কেটেছে অনেকটাই৷

The post উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে মৃত ১২ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement