shono
Advertisement

১২-১৮ ফেব্রুয়ারির Horoscope: এই রাশির জাতকরা বড় বিনিয়োগ করবেন না, কী রয়েছে আপনার ভাগ্যে?

ভাল কাটুক চলতি সপ্তাহ।
Posted: 09:56 AM Feb 12, 2023Updated: 09:56 AM Feb 12, 2023

গ্রহ-নক্ষত্রের যোগের উপর নির্ভর করে ভাগ্যোন্নতি। কেমন কাটবে চলতি সপ্তাহ? সঞ্চয়ের সম্ভাবনা আছে নাকি বাড়বে খরচ? এ সপ্তাহের রাশিফল (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মেষ

সপ্তাহের শুরুতে ব‌্যবসায়ীরা পাওনা টাকা ফেরত পেতে পারেন। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। প্রেমের ক্ষেত্রে সুন্দর সময় কাটাতে পারবেন। বড় অঙ্কের কোনও বিনিয়োগ এখন করবেন না। কর্মপ্রার্থীদের নতুন কাজের সুযোগ আসবে। কোনও বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তার ফলে স্বাস্থ‌্যহানির আশঙ্কা। একাকীত্ব কাটাতে ছোটখাটো ভ্রমণের ব‌্যবস্থা করতে পারেন।

বৃষ

কর্মক্ষেত্রে অত‌্যধিক ব‌্যস্ততার জন‌্য ব‌্যক্তিগত জীবনে সমস‌্যা হতে পারে। এই সময় দূরে বদলি হতে পারেন। শিক্ষার্থীদের ভাল ফল করার জন‌্য কঠোর পরিশ্রম করতে হবে। হস্তশিল্পীদের নৈপুণ্যের জন‌্য ভাল কাজের সুযোগ আসবে। ব‌্যবসায় সাময়িক চাপ থাকবে। আগামী দিনে উন্নতির সম্ভাবনা।

মিথুন

সপ্তাহের শুরুতে অর্থনৈতিক সমস‌্যার সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে বড় কোনও সমস‌্যায় জড়িয়ে বিপত্তির সম্ভাবনা। মাথা ঠান্ডা রেখে সমস‌্যার মোকাবিলা করুন। সন্তানের কর্মপ্রাপ্তির সংবাদে আনন্দিত থাকবেন। ব‌্যবসায়ীরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে কাজে লাগানোর চেষ্টা করুন। ঋণ দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকবেন। বন্ধুর কাছ থেকে উপহার পেতে পারেন।

কর্কট

কর্মক্ষেত্রে বিশেষ দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। পদোন্নতির যোগ থাকলেও দূরে বদলি হওয়ার সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। উচ্চশিক্ষার জন‌্য বিদেশ যাত্রার যোগ। বয়স্ক জাতক-জাতিকারা পুরনো ব‌্যথায় কষ্ট পেতে পারেন। সপ্তাহের মধ‌্যভাগে স্ত্রীর স্বাস্থ‌্য চিন্তার কারণ হবে। পড়ুয়াদের জন‌্য সপ্তাহটি শুভ। এই সময় তাদের বিদ‌্যালাভে বাধাবিঘ্ন কেটে যাবে।

সিংহ

অত‌্যধিক কাজের চাপে শারীরিক ক্লান্তি ও মানসিক অবসাদ দেখা দিতে পারে। এই সময় কর্ম পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাওয়া দরকার। পারিবারিক ক্ষেত্রে বড় দায়িত্ব নিতে হতে পারে। অংশীদারী ব‌্যবসায় কিছু সমস‌্যার জন‌্য মুনাফা কম হওয়ার সম্ভাবনা। সপ্তাহের শেষান্তে দীর্ঘদিনের কোনও স্বপ্নপূরণ হতে পারে। সামাজিক কাজে নাম ও যশ বৃদ্ধি পাবে।

কন্যা

কাজের ক্ষেত্রে প্রত‌্যাশা মতো ফল পাওয়ার সম্ভাবনা। কোনও ব‌্যক্তির সঙ্গে যোগাযোগে ব‌্যবসায় উন্নতি। সন্তানের বিদেশ যাত্রার যোগ থাকলেও অর্থনৈতিক কারণে আটকে যাওয়ার সম্ভাবনা। প্রেম পরিণয়ের ক্ষেত্রে সময়টি শুভ। পরিবারের একাকীত্ব ঘোচাতে কাছে পিঠে বেড়িয়ে আসুন। কর্মপ্রার্থীরা নতুন পরিকল্পনা করে উপার্জন বৃদ্ধির চেষ্টা করুন।

তুলা

শিল্পীদের জন‌্য সপ্তাহটি শুভ। পড়ুয়ারা উচ্চশিক্ষায় বিশেষ সুযোগ পেতে পারেন। ব‌্যবসায়ীরা কঠোর পরিশ্রমের মধ‌্য দিয়ে সাফল‌্য ধরে রাখতে পারবেন। এই রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। গোপন শত্রুর ব‌্যাপারে সাবধান থাকুন। সন্তানের কুকীর্তির জন‌্য পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।

বৃশ্চিক

নিজের যোগ‌্যতায় কর্মক্ষেত্রে উন্নতি। তবে অতিরিক্ত ব‌্যয়ের জন‌্য সঞ্চয়ে টান। গত সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহে মানসিক চাপ কম থাকবে। স্ত্রীর উদ‌্যমী স্বভাবের জন‌্য নতুন ব‌্যবসা শুরুর কথা ভাবতে পারেন। ছোট সন্তানের পড়াশোনায় মনোযোগ বাড়ানোর দিকে নজর দিন। পরিবারের প্রতি কর্তব‌্য পালন করলেও কারও কাছে খুব একটা ভাল ব‌্যবহার পাবেন না।

ধনু

এই সপ্তাহে রোজগার বৃদ্ধির সম্ভাবনা। তবে বেহিসাবি খরচ কমানোর চেষ্টা করুন। সন্তানের বিবাহ নিয়ে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। নিজের ব‌্যবসা শুরু করার জন‌্য আদর্শ সময়। স্ত্রীর মানসিক সমস‌্যার জন‌্য সংসারে অশান্তি। কর্মক্ষেত্রে কোনও মহিলার দ্বারা প্রতারিত হতে পারেন।

মকর

কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব‌্যবসায় ঝুঁকিপূর্ণ কোনও পরিকল্পনায় বিনিয়োগ করবেন না। এই সময় শেয়ার বা লটারিতে বাড়তি উপার্জন হতে পারে। বয়ঃসন্ধি সন্তানদের হাতে অতিরিক্ত অর্থ দেবেন না। পরিবারে আনন্দ অনুষ্ঠান থাকলেও কতিপয় আত্মীয়ের কারসাজিতে তা নষ্ট হওয়ার সম্ভাবনা।

কুম্ভ

সন্তানের উচ্চশিক্ষায় সাফল্যের ফলে সরকারি চাকরির সুযোগ আসবে। অতিরিক্ত পরিশ্রমের জন‌্য জাতক-জাতিকারা নিজেদের স্বাস্থ‌্য নিয়ে কিছুটা সমস‌্যায় পড়তে পারেন। ভাইবোনদের বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। নিজের অসাবধানতার জন‌্য মূল‌্যবান সামগ্রী চুরি অথবা হারিয়ে যেতে পারে। ব‌্যবসায় কোনও কর্মচারীর জন‌্য লোকসান বাড়তে পারে।

মীন

উদ‌্যম ও লড়াকু মনোভাব কর্মক্ষেত্রে আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে। জমিজমায় এখনই কোনও বড় বিনিয়োগ করবেন না। খেলাধুলার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের নামী সংস্থায় চাকরির সুযোগ আসবে। সন্তানের উদ্ধ‌ত আচরণের জন‌্য পরিবারে অশান্তি।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার