shono
Advertisement
Weekly Horoscope

১৪-২০ ডিসেম্বর ২০২৫: জলবাহিত রোগে বিপদ কুম্ভ রাশির! বাকিদের সপ্তাহটা কেমন যাবে?

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।
Published By: Biswadip DeyPosted: 11:23 AM Dec 14, 2025Updated: 05:37 PM Dec 14, 2025

অালোচ‌্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে বক্রী বৃহস্পতি, সিংহে কেতু, কন‌্যায় চন্দ্র, বৃশ্চিকে রবি, বুধ, শুক্র, ধনুতে মঙ্গল, কুম্ভে রাহু এবং মীনে শনি। ১৫ ডিসেম্বর রবি ধনুতে প্রবেশ করবে। ২০ ডিসে. সকাল ৭.৪৫ মিঃ শুক্র ধনুতে প্রবেশ করবে। লিখেছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মেষ

জীবনে উত্থান-পতন থাকলেও ক্রমান্বয়ে কাটিয়ে উঠতে পারবেন। নিজের খামখেয়ালের জন‌্য সাংসারিক অশান্তি দেখা দিতে পারে। প্রেম-পরিণয়ের ক্ষেত্রে সবদিক বিবেচনা করে তবেই বিবাহের দিকে এগোবেন। শ্বশুরকুল থেকে হঠাৎ কিছু সম্পত্তি হাতে আসতে পারে। নতুন কর্মস্থলে সকলকে নিয়ে মানিয়ে চলার চেষ্টা করুন। কৃষিজাত ব‌্যবসায় ভালো মুনাফা ঘরে আনতে পারবেন। সন্তানের উচ্চশিক্ষার জন‌্য প্রভূত অর্থ ব‌্যয় হতে পারে। কর্মক্ষেত্রে গোপন শত্রুর থেকে সাবধানে থাকুন। আপনার শ্রম ও বুদ্ধির ফলে লোকসানে চলা ব‌্যবসা পুনরুদ্ধার করতে পারবেন। পিতা-মাতার শরীর এই সময় খুব একটা ভালো যাবে না। রাজনীতিবিদরা নিজ দলে ভালো সম্মান পাবেন।

বৃষ

সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে কিছু বাধা এলেও নিজের বুদ্ধিবলে কাটিয়ে উঠতে পারবেন। ব‌্যবসায় পরিচালনগত ভুলের জন‌্য কিছু সমস‌্যা দেখা দিতে পারে। বয়স্ক জাতক-জাতিকারা খুব সাবধানে চলাফেরা করবেন। স্ত্রীর সম্পত্তি নিয়ে পরিবারে সমস‌্যা অনেকাংশে মিটে যাবে। এই সময় আপনার জন্মদিন হলে বন্ধু-বান্ধবের কাছ থেকে মূল‌্যবান সামগ্রী উপহার হিসাবে পেতে পারেন। লটারি বা শেয়ারে কিছু অর্থ হাতে আসতে পারে। কর্মপ্রার্থীরা চাকরির জন‌্য বসে না থেকে নতুন ব‌্যবসা শুরুর কথা ভাবতে পারেন। অংশীদারী ব‌্যবসায় মনোমালিন‌্য দেখা দিলে এককভাবে ব‌্যবসা পরিচালনার চেষ্টা করুন।

মিথুন

অার্থিক দিক থেকে এই সপ্তাহটি বিনিয়োগ ও সম্পদ বৃদ্ধির জন‌্য শুভ। ছোট ব‌্যবসায়ীদের জন‌্য সময়টি শুভ। সন্তানের লেখাপড়ায় সাফলে‌্যর জন‌্য মানসিক শান্তি। বিদু‌্যৎ ও আগুন থেকে সাবধানে থাকুন। বাড়ি রক্ষণাবেক্ষণের জন‌্য বহু টাকা ব‌্যয় হতে পারে। জমি, ফ্ল‌্যাট কেনার জন‌্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। আপনার উদাসীনতার জন‌্য কোনও ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। বাবা, মা ও ভাই-বোনদের প্রতি কর্তব‌্য করলেও তঁাদের কাছ থেকে ভালো ব‌্যবহার পাবেন না। স্ত্রীর মানসিক সমস‌্যার জন‌্য সংসারে অশান্তি। ব‌্যবসায়ীদের এই সময় বাড়তি চাপ থাকলেও পুরনো টাকা আদায়ের ফলে ব‌্যবসায় শ্রীবৃদ্ধি।

কর্কট

কর্মক্ষেত্রে কিছু সমস‌্যা দেখা দেওয়ায় কর্ম পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাওয়া সম্ভব। শ্বশুরকুল থেকে হঠাৎ কিছু সম্পত্তি হাতে আসতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদান‌্যতায় পদোন্নতি ও আর্থিক উন্নতি। সমাজসেবা বা রাজনীতির সঙ্গে যঁারা যুক্ত আছেন, তঁাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। ব‌্যবসায়ীরা নিজের সাধে‌্যর অতীত ঋণ নেওয়ার চেষ্টা করবেন না। চাষিরা সঠিক দামে ফসল বিক্রি করার চেষ্টা করুন। সন্তানের অন‌্যায় আচরণকে সমর্থন করবেন না। বাড়িতে কোনও সামাজিক অনুষ্ঠান করার আগে গুরুজনদের পরামর্শ অবশ‌্যই নেবেন। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। দাম্পত‌্য জীবনে ভুল বোঝাবুঝি নিজেরাই মিটিয়ে ফেলার চেষ্টা করুন।

সিংহ

এই রাশির ধনভাব ও কর্মভাব অতিশয় শুভ। জমি, বাড়ি কেনাবেচার ক্ষেত্রে আরও সতর্ক থাকুন। গুরুজনস্থানীয় ব‌্যক্তিদের জন‌্য কর্তব‌্য করলেও তঁাদের ব‌্যবহারে দুঃখ পেতে পারেন। আমোদপ্রমোদে অতিরিক্ত ব‌্যয়ের জন‌্য সঞ্চয়ে টান পড়তে পারে। বন্ধুবান্ধবের সঙ্গে টাকাপয়সার লেনদেন বুঝেশুনে করবেন। সন্তানের উচ্চশিক্ষার জন‌্য অর্থের সংস্থান হয়ে যাবে। পরিবহণ ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের অার্থিক মন্দাভাব থাকবে। কৃষিকার্যে‌র সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা প্রাকৃতিক দুর্যোগের থেকে নিজেদের ফসলকে বঁাচান। সমাজকল‌্যাণমূলক কাজের মাধ‌্যমে আপনার নাম, যশ ও সামাজিক প্রতিষ্ঠা লাভ করবেন।

কন্যা

স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন‌্য সময়টি শুভ। পুরনো কোনও বন্ধুর সঙ্গে হঠাৎ সাক্ষাৎ হতে পারে। বয়স্ক জাতক-জাতিকারা কাছেপিঠে ভ্রমণের ব‌্যবস্থা করতে পারেন। সন্তানের কর্মসূত্রে বিদেশে যাওয়ার সুযোগ আসবে। এই সময় উচ্চশিক্ষা ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা মনের মতো বিশ্ববিদ‌্যালয়ে ভর্তির সুযোগ পেতে পারেন। পিতার শারীরিক অসুস্থতার জন‌্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। প্রতিবেশীদের সঙ্গে অকারণে বিবাদ-বিতর্ক এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে সহযোগিতা পাবেন। কতিপয় ব‌্যবসায়ীর শুল্ক-সংক্রান্ত ব‌্যবসার জন‌্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে।

তুলা

সপ্তাহের প্রথমদিকে নানা বিষয়ে চিন্তা বাড়বে। হস্তশিল্পীদের কাজের নৈপুণে‌্যর জন‌্য ভালো ও অর্থকরী কাজের বরাত মিলতে পারে। সন্তানদের কর্মসূত্রে বিদেশে যাওয়ার সুযোগ আসবে। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ আসলেও সঠিক পথ বেছে নেওয়া প্রয়োজন। কতিপয় ব‌্যবসায়ীদের শুল্ক সংক্রান্ত ব‌্যবসার জন‌্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। অপ্রয়োজনীয় ব‌্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। বাইরের লোকের উপর ব‌্যবসার দায়দায়িত্ব সম্পূর্ণরূপে ছেড়ে দেবেন না। শ্বশুরকুল থেকে অর্থপ্রাপ্তির যোগ প্রবল। উচ্চ-বিদ‌্যালাভে শিক্ষার্থীদের কিছু সমস‌্যা থাকবে। চাকরিপ্রার্থীদের চাকরি লাভের যোগ এই সময় নির্দেশ করে।

বৃশ্চিক

কৃষিকার্যে‌র সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন‌্য সপ্তাহটি শুভ। ব‌্যবসায়ীরা ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। বিলাসিতায় অতিরিক্ত খরচের জন‌্য সঞ্চয়ে হাত পড়তে পারে। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন‌্য তীর্থভ্রমণে যেতে পারেন। সন্তানের আচার-ব‌্যবহারে পরিবারে অশান্তি। চাকরিজীবীদের কর্মস্থানে কাজের জন‌্য সুনাম বাড়বে। স্বনিযুক্তি প্রকল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের আর্থিক উন্নতি। বন্ধুবান্ধবের ক্ষেত্রে কথাবার্তায় সংযম বজায় থাকলে অনেক ক্ষেত্রে উপকৃত হবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদান‌্যতায় পদোন্নতি ও আর্থিক উন্নতি।

ধনু

সপ্তাহটি গতানুগতিক ভাবেই চলবে। শ্বশুরকুল থেকে সাহাযে‌্যর ফলে নতুন ব‌্যবসায় উন্নতির যোগ। প্রবাসে বসবাসকারী সন্তানের আগমনে সংসারে খুশির হাওয়া। সৃষ্টিশীল কাজে বিশেষ স্বীকৃতির যোগ ও অর্থপ্রাপ্তি। ভবিষ‌্যতের উন্নতির জন‌্য কর্ম পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। চাকরিসূত্রে ভ্রমণের সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। জীবনে যে কোনও পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। ব‌্যক্তিগত জীবনে ওঠাপড়া থাকলেও ভারসাম‌্য বজায় থাকবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহাযে‌্য উন্নতি ও অর্থাগম। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা সরকারি সাহাযে‌্য সঠিক দামে ফসল বিক্রি করার চেষ্টা করুন।

মকর

সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে কিছু সমস‌্যা দেখা দিলেও নিজের বুদ্ধিবলে উদ্ভূত সমস‌্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কর্মপ্রার্থীরা বৃত্তিগত প্রশিক্ষণের মাধ‌্যমে নানা কাজে নিয়োজিত হতে পারেন। বাবা, মা ও ভাইবোনদের প্রতি কর্তব‌্য করলেও তঁাদের কাছ থেকে ভালো ব‌্যবহার পাবেন না। আমদানি-রফতানি ব‌্যবসার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের অভাবনীয় সাফল‌্য। নিজের বেপরোয়া মনোভাবের জ‌ন‌্য ব‌্যবসায় লোকসান বৃদ্ধি। সপ্তাহের অন্তভাগে পরিবহণ ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের আর্থিক মন্দাভাব কেটে যাবে। নিজের শরীরের প্রতি যত্নবান হোন। এই সময় পারিবারিক জীবন অত‌্যন্ত সুখের হবে। বয়ঃসন্ধির সন্তানকে বকাবকি করবেন না। বুঝিয়ে বলার চেষ্টা করুন।

কুম্ভ

এই রাশির জাতক-জাতিকারা শান্তিপ্রিয় হওয়ার ফলে অশান্তি এড়িয়ে চলুন। স্ত্রীর প্রচেষ্টায় নতুন ব‌্যবসা করার সুযোগ আসবে। জলবায়ু পরিবর্তনের জন‌্য জ্বর বা সর্দিকাশিতে কষ্ট পেতে পারেন। ছোট ব‌্যবসায়ীরা তঁাদের ক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন। এই সময় তঁাদের পুরনো পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা। কন‌্যাসন্তানের খেলাধুলায় কৃতিত্বের জন‌্য আপনার মুখ উজ্জ্বল হবে। মায়ের শরীর এই সময় খুব একটা ভালো যাবে না। কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের জন‌্য মানসিক চাঞ্চল‌্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। অপরের উপকার করার সময় ভালো-মন্দ বিচার করে নিন। জলবাহিত রোগ থেকে এই সময় সাবধানে থাকুন।

মীন

সন্তানের উচ্চশিক্ষার জন‌্য অর্থ ব‌্যয় হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। তবে অর্থনৈতিক উন্নতি খুব একটা হবে না। নিজের মতামত অনে‌্যর উপর চাপিয়ে দেবেন না। নিজের ভুল সিদ্ধান্তের জন‌্য সংসারে খরচ বাড়তে পারে। পিতা-মাতার সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। দূর ভ্রমণ এখন না করাই শ্রেয়। ব‌্যবসায়ীদের পাওনা টাকা আদায় নিয়ে সমস‌্যায় পড়তে হতে পারে। বিদ‌্যার্থীদের জন‌্য সময়টি শুভ। পারিবারিক ক্ষেত্রে মাঝে মধে‌্য সমস‌্যা দেখা দিতে পারে। অনে‌্যর কথায় ব‌্যবসার ক্ষতি করবেন না। দ্বিচক্রযানের চালকরা খুব সাবধানে গাড়ি চালাবেন।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • র্মক্ষেত্রে কিছু বাধা এলেও নিজের বুদ্ধিবলে কাটিয়ে উঠতে পারবেন বৃষ রাশির জাতক-জাতিকারা।
  • সন্তানের উচ্চশিক্ষার জন‌্য অর্থ ব‌্যয় হতে পারে মীন রাশির।
  • স্ত্রীর প্রচেষ্টায় নতুন ব‌্যবসা করার সুযোগ আসবে কুম্ভ রাশির।
Advertisement