সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামীতে কী যে জীবনে অপেক্ষা করছে, তা জানেন না কেউ। তবে যদি আগাম আভাস পাওয়া যায় তা মন্দ নয়। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পাওয়া সম্ভব। তাই নজর রাখুন আপনার আজকের রাশিফলে।
মেষ রাশি: নিজের মতো করে এগিয়ে চলুন। পারিপার্শ্বিক চাপের কাছে মাথানত করবেন না। আপনার ইতিবাচক পদক্ষেপ অন্য়ের অনুপ্রেরণার কারণ হতে পারে।
বৃষ রাশি: আগামিকাল জীবনে কোনও ঝড় বয়ে যেতে পারে। চ্যালেঞ্জ নিন। নিজের মতো করে লড়াই করে এগিয়ে চলুন। বিচলিত হবেন না। পরিবর্তে শান্তভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন। জয় আপনার হবেই।
মিথুন রাশি: আগামিকাল জীবনে কোনও ঝড় বয়ে যেতে পারে। চ্যালেঞ্জ নিন। নিজের মতো করে লড়াই করে এগিয়ে চলুন। বিচলিত হবেন না। পরিবর্তে শান্তভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন। জয় আপনার হবেই।
কর্কট রাশি: আজকের দিনে নানা সুযোগ আসবে। শুধু বাছাই করে সুযোগ নিন। নইলে বিপদে পড়তে পারেন। বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। কোথাও আর্থিক বিনিয়োগ না করাই ভালো।
সিংহ রাশি: ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে নিতে শিখুন। পরিবারের সময় সময় কাটান। অর্থযোগ ভালো। তা বলে বিনিয়োগ করতে যাবেন না। তাতে সমস্যায় পড়তে পারেন।
কন্যা রাশি: কোনও বিশ্বস্ত মানুষের কাছ থেকে ধাক্কা খেতে পারেন। সাবধান হোন। কাউকে আপনার আবেগ নিয়ে ছিনিমিনি করতে দেবেন না। লক্ষ্যপূরণের জন্য বেশি অর্থ ব্যয় হতে পারে। জীবনের প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে করুন।
তুলা রাশি: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। হঠকারী সিদ্ধান্তে কোনও সমস্যা হতে পারে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। কাছের মানুষের সঙ্গে অশান্তিতে জড়াতে পারেন।
বৃশ্চিক রাশি: কারও সঙ্গে বাকবিতণ্ডায় জড়াবেন না। অশান্তি করবেন না। পরিবর্তে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তি হতে পারে। কাউকে ধার দেবেন না। অর্থ ফেরতের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।
ধনু রাশি: আত্মবিশ্বাস কেউ ভাঙার চেষ্টা করতে পারে। তবে তাকে সেই সুযোগ দেবেন না। তার চেয়ে নিজের মন যা চায়, সেভাবেই এগিয়ে চলুন। তাতেই মিলবে সাফল্য।
মকর রাশি: এই রাশির জাতকদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। বহু পুরনো কোনও টাকা ফেরত পেতে পারেন। সোনা কিংবা শেয়ারে বিনিয়োগ করতে পারেন। লাভবান হবেন।
কুম্ভ রাশি: কোনও প্রশ্নের যথাযথ উত্তর পেতে পারেন। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন। সাবধানে থাকুন। শারীরিক সমস্যা হতে পারে। সাবধানে থাকুন। বড়সড় দুর্ঘটনার আশঙ্কাও থাকতে পারে।
মীন রাশি: জোর করে কিছু করতে যাবেন না। কারও থেকে মানসিক যন্ত্রণা পেতে পারেন। এই রাশির জাতক-জাতিকারা সন্তানদের জন্য গর্বিত হতে পারেন। লটারি কাটতে পারেন। তবে বিনিয়োগ বিশেষ শুভ নয়।
