সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এআই (AI) তথা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শোরগোল চলছে। বিশেষত চ্যাটজিপিটির (ChatGPT) আগমনের পরে তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। এমনও শোনা যাচ্ছে এই চ্যাটবটের অসাধ্য নাকি কিছুই নেই। কিন্তু এরই মধ্যে হাজির হয়েছে আরেক ‘টুল’। তার নাম ওয়ার্মজিপিটি। সাইবার অপরাধীরা এর সাহায্যেই হাজার হাজার ইমেলে নজরদারি চালাচ্ছে বলেই জানা যাচ্ছে! আশঙ্কা, এর সাহায্যে হ্যাকাররা এমন হামলা চালাতে পারে যা আগে কখনও কল্পনাও করা যায়নি।
সম্প্রতি ‘স্ল্যাশনেক্সট’ নামের একটি ব্লগ পোস্টে জানা গিয়েছে, ইতিমধ্যেই অনেকে পড়েছেন এই ধরনের সাইবার অপরাধের কবলে। অভিনব ও প্রায়-নিখুঁত ভাবে মানুষকে বোকা বানাতে এআইকে ব্যবহার করা হচ্ছে ‘ম্যাজিক ট্রিক’ হিসেবে।
[আরও পড়ুন: তরতরিয়ে ইউজার বাড়িয়েই জনপ্রিয়তায় ভাটা, আরও নতুন ফিচার আনছে Threads]
মূলত ডার্ক ওয়েবেই দেখা মিলছে ‘চ্যাটজিপিটির কপি’র। কীভাবে কাজ করে এই এআই টুল? সাধারণ ভাবে এমন মেসেজ পাঠানো হয়, যার টেক্সট একেবারেই স্বাভাবিক বলে মনে হয়। আর এভাবেই ‘ফেক’ ইমেল পাঠিয়ে বোকা বানানো হচ্ছে বহু মানুষকে। ‘চ্যাটজিপিটির’ সবচেয়ে বড় শত্রু হিসেবে দেখা হচ্ছে একে। তাই সতর্ক করা হচ্ছে সকলকে।