সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরু পাচার মামলায় গ্রেপ্তারির পর অনুব্রত মণ্ডলের ঠিকানা আসানসোল বিশেষ সংশোধনাগার। নিত্যদিন চলে জেরা। এমন পরিস্থিতিতেই অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee) টুইটে উঠে এল ‘অনুব্রত’ নামটি। কিন্তু কেন?
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় স্বস্তিকা। সিনেমার পাশাপাশি নানা ধরনের পোস্ট করেন তিনি। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে সমানতালে নানা ছবি, ভিডিও আপলোড করতে থাকেন। মনের কথাও শেয়ার করেন। এবার আচমকাই অনুব্রতকে নিয়ে টুইট করলেন টলিউডের ‘শ্রীমতী’। ব্যপারটা কী, একটু খোলসা করে বলা যাক।
[আরও পড়ুন: পুরুষ নয়, মহিলা পছন্দ! ২৪ বছরের বিয়ে ভাঙার পর এ কী বললেন সোহেল খানের প্রাক্তন স্ত্রী!]
আসলে অনুব্রত মণ্ডল নন, স্বস্তিকা নিজের পুরনো ছবি ‘অনুব্রত ভালো আছো?’ নিয়ে টুইট করেছেন। পার্থ সেন পরিচালিত ছবিতে স্বস্তিকার পাশাপাশি নাম ভূমিকায় অভিনয় করেছিলেন ঋত্বিক চক্রবর্তী। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল দেবলীনা দত্ত, সুজন মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা।
শনিবার থেকেই ছবিটি দেখা যাচ্ছে ‘হইচই’ (Hoichoi) ওয়েব প্ল্যাটফর্মে। আর সেকথা জানাতে গিয়েই ছবির পোস্টার শেয়ার করে স্বস্তিকা লেখেন, “যে অনুব্রত (বীরভূম জেলার তৃণমূল সভাপতি) ভাবছেন এ সে নয়। হইচইয়ে দেখুন আজ থেকে। অপেক্ষায় ছিলাম কবে OTT-তে আসবে আর আপনারা দেখতে পাবেন। আমার অন্যতম প্রিয় কাজ।”
নিজের এই টুইটে ‘অনুব্রত ভালো আছো?’ সিনেমাটি দেখার কথাই লিখেছেন অভিনেত্রী। উল্লেখ্য, আপাতত ডিজনিপ্লাস হটস্টার প্ল্যাটফর্মের ‘ক্রিমিনাল জাস্টিস: অধুরা সচ’ সিরিজে দেখা যাচ্ছে স্বস্তিকাকে। নেটফ্লিক্সের ‘কালা’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিছুদিন আগেই সিনেমার টিজার প্রকাশ্যে এসেছিল। আর তা প্রকাশ করতে গিয়ে মুম্বইয়ের প্রখ্যাত চলচ্চিত্র সমালোচক তরন আদর্শ মারাত্মক ভুল করেছিলেন।সিনেমার অভিনেতাদের তালিকায় স্বস্তিকা মুখোপাধ্যায় নামটিই রাখেননি। এই নামের কতটা মাহাত্ম্য, তা মুম্বইয়ের চলচ্চিত্র বিশেষজ্ঞ টুইটের মাধ্যমে বেশ ভালভাবেই বুঝিয়ে দিলেন বাংলার অভিনেত্রী।