shono
Advertisement

কখনও আধা মুখোশে ঢাকা মুখ, কখনও নেড়া মাথা, ‘জওয়ান’-এর আগাম ঝলকে দুর্ধর্ষ শাহরুখ

একেই বলে অ্যাকশনের সুনামি।
Posted: 10:49 AM Jul 10, 2023Updated: 11:10 AM Jul 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বলিউডের কিং কে? নাম তো শুনেইছেন। শাহরুখ খান (Shah Rukh Khan)। ‘জওয়ান’ সিনেমার আগাম ঝলকে ফের প্রমাণিত হল এই সত্য।  কখনও আধা মুখোশে ঢাকা মুখ, কখনও নেড়া মাথায় ক্যামেরার সামনে এসে চমকে দিলেন বলিউড বাদশা। 

Advertisement

‘পাঠান’ সুপারহিট হওয়ার পর থেকেই শাহরুখের পরবর্তী ছবি ‘জওয়ান’-এর (Jawan) দিকে নজর সকলের।  সোমবার ছবির আগাম ঝলক প্রকাশ করা হবে। এ খবর আগেই জানানো হয়েছিল। সেই মতো অপেক্ষায় ছিলেন শাহরুখ অনুরাগীরা। সকাল সাড়ে দশটায় হল সেই অপেক্ষার অবসান। প্রকাশ্যে এল ২ মিনিট ১২ সেকেন্ডের প্রিভিউ অর্থাৎ আগাম ঝলক। 

[আরও পড়ুন: বিজ্ঞানী হওয়ার সাধ অঙ্কুশের, কী পরামর্শ দিলেন নেটিজেনরা?]

আগাম এই ঝলকে শাহরুখের একাধিক রূপ দেখা গিয়েছে। কখনও তিনি রয়েছেন সেনার বেশে, কখনও আবার লাল শার্ট পরে রোম্যান্টিক মেজাজে। তবে আধা মুখোশ পরে বলিউড বাদশা ক্যামেরার সামনে তীক্ষ্ম চাহনি দিতেই কেল্লাফতে।  অবশ্য শাহরুখের ছবি মানেই ‘পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত’।  ব্যান্ডেজ খুলেই নিজের ব্যাল্ড লুকে চমকে দেন কিং খান। 

অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’-এ অভিনয় করেছেন শাহরুখ। তাঁর বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে। এখবর আগেই জানা গিয়েছিল। এবার আগাম ঝলকে অ্যাকশনের মেজাজে দেখা গেল দীপিকা পাড়ুকোনকে। এছাড়াও দেখা গিয়েছে বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রা-সহ একঝাঁক তারকা। আগামী ৭ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘জওয়ান’। বক্স অফিসে ফের শাহরুখ-সুনামি আসতে চলেছে, আগাম এই ঝলক দেখে এমনই মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা। 

[আরও পড়ুন: প্রেম পেল পরিণতি, ‘জাস্ট ম্যারেড’ অভিনেত্রী শ্রুতি দাস ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement