সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনি সন্ধ্যায় রক্তের গতি বাড়িয়ে দেওয়া ম্যাচ। চিন্নাস্বামীতে দুই সুপারস্টারের ভাগ্যপরীক্ষা। বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কি প্লে অফের টিকিট জোগাড় করতে পারবে? চেন্নাই সুপার কিংস কী করবে? আজই কি ধোনি (MS Dhoni)-আবেগ শেষ হয়ে যাবে আইপিএলে? এরকম সব প্রশ্নের আবহেই খেলতে নামবে আরসিবি (RCB) ও সিএসকে (CSK)।
প্লে অফের দৌড়ে রয়েছে দুই দলই। ম্যাচের বল গড়ানোর আগে বলে দেওয়াই যায়, কিছুটা হলেও এগিয়ে সিএসকে। চেন্নাইয়ের ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট। অন্যদিকে বেঙ্গালুরুর ১৩ ম্যাচে ১২ পয়েন্ট। বেঙ্গালুরুতে বৃষ্টির পূর্বাভাষ রয়েছে। বৃষ্টির জন্য ম্যাচ যদি ভেস্তে যায় তাহলে পয়েন্ট ভাগাভাগি হবে দুদলের মধ্যে। আর সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংস পৌঁছে যাবে প্লে অফে। বেঙ্গালুরুর টুর্নামেন্ট শেষ হয়ে যাবে এখানেই।
টানা পাঁচ ম্যাচ জিতে আইপিএল জমিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কোন অঙ্কে প্লে অফে যেতে পারে আরসিবি?
[আরও পড়ুন: রোহিত ঝড় থামিয়ে মুম্বই বধ লখনউয়ের, শেষ ম্যাচেও হারের আঁধারে ডুবলেন হার্দিকরা]
হিসেব বলছে, প্রথমে ব্যাট করে আরসিবি ২০০ রান করলে, চেন্নাইকে থামাতে হবে ১৮২ রানে। আরসিবি পরে ব্যাট করলে ১১ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। যেহেতু বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, তাই ম্যাচ যদি বৃষ্টিবিঘ্নিত হয় এবং ম্যাচের ওভার সংখ্যা কাটা হয়, তাহলে অঙ্ক আরও জটিল হবে বলে দেওয়াই যায়। ম্যাচ যদি ৫ ওভারের হয়, সেক্ষেত্রে প্রথমে ব্যাট করে আরসিবি যদি ৮০ রান তোলে স্কোরবোর্ডে, তাহলে চেন্নাইকে থামাতে হবে ৬২ রানে। অন্যদিকে ৫ ওভারের ম্যাচে আরসিবির টার্গেট যদি হয় ৮১, সেক্ষেত্রে ৩.১ ওভারে সেই রান তুলতে হবে কোহলিদের। ফলে বোঝাই যাচ্ছে শুধুমাত্র ম্যাচ জিতলেই হবে না আরসিবিকে। নানা অঙ্ক রয়েছে। ফলে ব্যাট-বলের দ্বৈরথের পাশাপাশি নানা অঙ্ক নিয়ে এগোতে হবে। তবে মাঠে নামার আগে কার্যত ফাইনালে আরসিবির থেকে চেন্নাই সুপার কিংস যে একটু হলেও এগিয়ে রয়েছে, তা বলে দেওয়াই যায়।