সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘আপনে’ (Apne)। দেওল পরিবারের দুই প্রজন্ম একসঙ্গে একই ছবিতে অভিনয় করেছিলেন। পরিচালক ছিলেন অনিল শর্মা (Anil Sharma)। সেই অনিল শর্মার হাত ধরেই ফিরছে দেওল পরিবারের অনস্ক্রিন গাথার সিক্যুয়েল। ধর্মেন্দ্র, সানি দেওল, ববি দেওলের (Bobby Deol) পাশাপাশি থাকছেন দেওল পরিবারের তৃতীয় প্রজন্ম করণ দেওল। এতেই ফের মাথাচাড়া দিয়ে উঠেছে নেপোটিজম বিতর্ক।
২০২১ সালের মার্চ মাস থেকে শুরু হবে ‘আপনে ২’ (Apne 2) ছবির কাজ। আগামী বছরের দীপাবলিতে মুক্তি পাবে ছবিটি। সোমবারই এই খবর প্রকাশ্যে আসে। আর তাতেই নেপোটিজম বিতর্কের আগুনে নতুন করে ঘৃতাহুতি পড়ে। স্বজনপোষণের অভিযোগ তোলেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ প্রশ্ন করেন, এবার কি নেপোটিজম প্রযোজ্য নয়? তা কি শুধু খান বা কাপুরদের জন্যই বরাদ্দ? কেউ আবার বিদ্রূপ করে লিখেছেন, “কোথায় নেপোটিজম? করণ দেওলের সঙ্গে তো তাঁর কোনও সম্পর্কই নেই”। নেপোটিজম হ্যাশট্যাগ দিয়ে ছবি বয়কটের ডাকও দিয়েছেন অনেকে। আর সেই সুবাদেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং করণ দেওলের নাম।
[আরও পড়ুন: বিয়ের গুরুত্ব প্রমাণে দুর্বল চিহ্ন সিঁদুর, বিচ্ছেদের গুঞ্জনের মাঝে শ্রাবন্তীকে খোঁচা রোশনের!]
উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আপনে’ ছবির মাধ্যমে নিজের দুই ছেলের অস্তমিত হতে থাকা কেরিয়ারের পালে হাওয়া দিয়েছিলেন ধর্মেন্দ্র (Dharmendra)। এবার নাতি করণ দেওলের (Karan Deol) প্রথম হিটের খরা কাটাতে নাকি বদ্ধপরিকর তিনি। ছেলের কেরিয়ারের হাল ধরতে তাঁর প্রথম ছবির পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন সানি দেওল (Sunny Deol)। তৈরি করেছিলেন ‘পল পল দিল কে পাস’ (Pal Pal Dil Ke Paas)। বক্স অফিসে আক্ষরিক অর্থেই মুখ থুবড়ে পড়েছিল ছবিটি। ৬০ কোটি টাকা বাজেটে তৈরি সিনেমা মাত্র ৭ কোটি ৯৫ লক্ষ টাকা আয় করতে পেরেছিল। সেই ব্যর্থতা কি এবার মুছে ফেলা যাবে? প্রশ্নের উত্তর মিলবে আগামী বছরের দিওয়ালিতেই।