shono
Advertisement

'আগের চেয়ে এই সিস্টেম ভালো', ইলেক্টোরাল বন্ড নিয়ে মুখ খুললেন নির্মলা

Published By: Biswadip DeyPosted: 04:17 PM Mar 15, 2024Updated: 04:38 PM Mar 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু বিতর্কের পর প্রকাশ্যে এসেছে ইলেক্টোরাল বন্ডের (Electoral Bond) তথ্য। আর সেই তথ্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এবার সেই প্রসঙ্গে মিলল কেন্দ্রের প্রথম প্রতিক্রিয়া। মুখ খুললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। জানালেন, এই ব্যবস্থা আগের যে সিস্টেম তার চেয়ে ভালো। তাঁর মতে, এর আগে রাজনৈতিক দলগুলোর কোষাগারে অনুদান জমা করার যে পদ্ধতি ছিল তা সম্পূর্ণ ঠিক ছিল না।

Advertisement

নির্বাচন কমিশন প্রকাশিত তথ্য থেকে পরিষ্কার, শীর্ষস্থানীয় ৩০টি সংস্থার মধ্যে ১৫টি সংস্থা যারা রাজনৈতিক দলকে চাঁদা দিয়েছে, তাদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা পদক্ষেপ করেছে। অর্থমন্ত্রীর মতে, সংস্থাগুলির বিরুদ্ধে তদন্তকারী সংস্থার পদক্ষেপ ও তাদের চাঁদা দেওয়ার মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়া আসলে নিছক ধারণামাত্র। তাঁর কথায়, ''এটাও তো হতে পারে সংস্থাগুলি চাঁদা দিয়েছিল। পরে ইডি তাদের দরজায় কড়া নেড়েছে। এটা তো স্রেফ ধারণামাত্র যে ইডি তাদের দোরগোড়ায় গিয়েছিল বলেই তারা নিজেদের বাঁচাতে চাঁদা দিয়েছে। দ্বিতীয় কথা হল, আপনারা নিশ্চিত তারা বিজেপিকেই চাঁদা দিয়েছে। সম্ভবত তারা স্থানীয় দলগুলিকেই অনুদান দিয়েছে।''

[আরও পড়ুন: কীভাবে কপালে চোট মুখ্যমন্ত্রীর? ‘ধাক্কা রহস্যে’র ব্যাখ্যা দিল তৃণমূল]

এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে তাঁকে বলতে শোনা গিয়েছে, ''মামলাটি আদালতের বিচারাধীন। সুপ্রিম কোর্টের নির্দেশে তথ্য পেশ করেছে এসবিআই। এর আগে যে ব্যবস্থা ছিল, সেটা কি একশো শতাংশ ঠিক ছিল? সেটার থেকে এই সিস্টেম ভালো। সেই কারণেই ইলেক্টোরাল বন্ড (Electoral Bond) আনা হয়েছে। এই পদ্ধতিও নিখুঁত নয়। তবে আমরা সেই সিস্টেম থেকে সরে আসতে পেরেছি, যেখানে যে যা খুশি করতে পারত।'' নির্মলার কথায় উঠে আসে প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির প্রসঙ্গও। তিনি বলেন, ''উনি নির্বাচনী বন্ড এনেছিলেন। বলেছিলেন, এটা আগের সিস্টেমের থেকে ভালো।''

[আরও পড়ুন: আঘাত পাওয়ার পর প্রথমবার সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী, সুস্থতা কামনার জন্য ধন্যবাদ মোদি-রাহুলকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement