shono
Advertisement

কনকনে ঠান্ডায় টানা ১১ দিন মাটিতে শয্যা, রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগে 'আত্মশুদ্ধি' নমোর

Posted: 03:32 PM Jan 22, 2024Updated: 03:32 PM Jan 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কনকনে ঠান্ডায় টানা ১১ দিন মাটিতে শুয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। করেছেন উপবাসও। রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগে নিয়ম মেনে নিজেকে 'শুদ্ধ' করেছেন মোদি। তাঁর এই 'সংযমে'র প্রশংসায় পঞ্চমুখ মন্দিরের মহারাজ গোবিন্দ দেব গিরি। তাঁর হাত থেকেই চরণামৃত খেয়ে উপবাস ভাঙলেন প্রধানমন্ত্রী।

Advertisement

মন্দিরে উপাচার শেষে মঞ্চে বক্তব্য রাখেন মন্দিরের মহারাজ, মহন্তরা। বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তাঁর সংযমের প্রশংসা করেন রামমন্দিরের মহারাজ গোবিন্দ দেব গিরি। বলেন, "দিন ২০ আগে প্রধানমন্ত্রী আমার কাছে জানতে চান, প্রাণপ্রতিষ্ঠার আগে নিজেকে শুদ্ধ করতে কী কী করতে হবে? আমি অবাক হয়েছিলাম।" সেই সময় মহারাজ জানিয়েছিলেন, তিনদিন উপবাস করতে হবে। মাটিতে ঘুমোতেও বলেছিলেন। প্রধানমন্ত্রী কার্যত আরও একধাপ এগিয়ে টানা ১১ দিন সংযম পালন করেন। মহারাজ জানিয়েছেন, কনকনে ঠান্ডায় ১১ দিন মাটিতে ঘুমিয়েছেন। খাওয়াদাওয়া করেছেন একবেলা।

[আরও পড়ুন: ‘ভারততীর্থ’ অযোধ্যায় ডোম রাজার হাতে প্রাণ পাবে শিশু রাম]

সেই সময় প্রধানমন্ত্রীকে বিদেশ ভ্রমণে নিষেধ করেছিলেন মহারাজ। সেই কথা মেনে সংযম পালনের সময় বিদেশযাত্রা করেননি নমো। বরং দেশের একের পর এক রামতীর্থ ছুঁয়ে আসেন। এর মধ্যে যেমন ছিল নাসিকের বনবাস, তামিলনাড়ুর ধনুষ্কোডির অরিকল মুনাই-সহ দক্ষিণ ভারতের একাধিক রামমন্দির। যা দেখে তিনি অভিভূত বলে জানিয়েছেন গোবিন্দ দেব গিরি। তাঁর কথায়, "এখন তো যার যা ইচ্ছে করে। কিন্ত সেই কাজ করার আগে নিজেকে শুদ্ধ করার কথা ভাবেন না। কিন্তু প্রধানমন্ত্রী রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগে নিজেকে শুদ্ধ করেছেন। যা সত্যি অভাবনীয়।"

[আরও পড়ুন: ইংল্যান্ড সিরিজের আগে ধাক্কা রোহিতদের, প্রথম দুই টেস্টে নেই বিরাট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement