shono
Advertisement

সম্পূর্ণ ঝাঁকুনিবিহীন অমৃত ভারত এক্সপ্রেসের আর কী কী বিশেষত্ব রয়েছে?

দেশের প্রথম অমৃত ভারত এক্সপ্রেস পেল বাংলা।
Posted: 04:13 PM Dec 30, 2023Updated: 04:13 PM Dec 30, 2023

সুব্রত বিশ্বাস: দেশের প্রথম অমৃত ভারত এক্সপ্রেস পেল বাংলা। বিশেষ প্রযুক্তিযুক্ত ট্রেনটি ৪২ ঘণ্টায় মালদহ থেকে বেঙ্গালুরুতে পৌঁছবে। সম্পূর্ণ ঝাঁকুনিবিহীন এই দুরপাল্লার ট্রেনটির আরও বিশেষত্ব রয়েছে।

Advertisement

মালদহ থেকে যাত্রা শুরু অমৃত ভারত এক্সপ্রেসের

১৩০ কিলোমিটার গতিতে ছুটবে অমৃত ভারত এক্সপ্রেস। মোট ১ হাজার ৮৩৪ জন যাত্রীধারণে সুব্যবস্থা রয়েছে ট্রেনে। মোট ২২টি নন এসি কোচের ট্রেনে ১২টি স্লিপার ক্লাস। সেমি পার্মানেন্ট কাপলার থাকার ফলে ট্রেনটি সম্পূর্ণ ঝাঁকুনিবিহীন। এরোডাইনামিক ডিজাইন করা WAP5 লোকোমোটিভ। ট্রেনের সিটে পুশ-পুল বন্দোবস্ত থাকায় শেষ দেওয়ালে MU কন্ট্রোল কাপলার রয়েছে। সিলড ভেস্টিবিউল গ্যাংওয়ে, এক্সট্রুশন-সহ এসিপি প্যানেলিংয়ের বন্দোবস্ত রয়েছে অমৃত ভারত এক্সপ্রেসে।

সম্পূর্ণ ঝাঁকুনিবিহীন ট্রেন অমৃত ভারত এক্সপ্রেস

[আরও পড়ুন: বাংলা থেকে অযোধ্যায় পদ্ম কর্মীদের জন্য বিশেষ ট্রেন, ‘ঘর ঘর যাত্রা’ বঙ্গেও]

প্রতিটি কোচের অভ্যন্তরীণ সাজসজ্জায় রয়েছে বিশেষ চমক। রেডিয়াম আলোকসজ্জিত ফ্লোরিং স্ট্রিপ থাকছে ট্রেনে। এর্গোনমিক ডিজাইন করা আসন এবং বার্থ, ট্রেনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থেকে ফোল্ডেবল স্ন্যাকস টেবিল, বোতল রাখার বন্দোবস্ত রয়েছে সবই। কুশনে মুড়ে ফেলা হয়েছে সাধারণ কোচের আপার বার্থও। ট্রেনের শৌচাগার নিয়ে ওঠে হাজারও অভিযোগ। জলের অপচয় রুখতে অমৃত ভারত ট্রেনে থাকছে বিশেষ ব্যবস্থা।

অমৃত ভারত এক্সপ্রেসের আসন

রেলের বিরুদ্ধে বার বার যাত্রী নিরাপত্তা নিয়ে উদাসীনতার অভিযোগ উঠেছে। অমৃত ভারত এক্সপ্রেসের ক্ষেত্রে তাই একাধিক সতর্কতামূলক বন্দোবস্ত করা হয়েছে। উন্নত লাগেজ ব়্যাকে রয়েছে সিসিটিভির বন্দোবস্ত। গার্ড রুমে থাকবে মনিটর। বিশেষ ক্ষমতাসম্পন্নরা যাতে কোনও সমস্যায় না পড়েন তাই ব়্যাম্পের ব্যবস্থা রয়েছে। মোবাইল চার্জিং পয়েন্টের বন্দোবস্তও রয়েছে। ট্রেনে থাকছে পাবলিক অ্যাড্রেস সিস্টেম। তার ফলে স্বতন্ত্র যাত্রী ঘোষণার সুবন্দোবস্ত রয়েছে।

অমৃত ভারত এক্সপ্রেসের সূচনায় মোদি

অমৃত ভারত এক্সপ্রেসের চালকের কেবিন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। দুর্ঘটনা রুখতে চালকের আসনগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সামনের পথের দৃশ্য পরিষ্কারভাবে দেখা যায়। এবং একইসঙ্গে আরামদায়ক হয়। যাত্রীসুরক্ষায় ট্রেনের ইঞ্জিনগুলিতে কবচ সিস্টেম লাগানো হয়েছে।

অমৃত ভারত এক্সপ্রেসের অন্দরসজ্জা

[আরও পড়ুন: হানিমুনে গিয়ে সেলফি তোলাই কাল! বিয়ের ২০ দিনের মাথায় মৃত্যু নববধূর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement