shono
Advertisement

বর্ষবরণের আগে কলকাতায় উদ্ধার কোটি টাকার মাদক, ধৃত ১

উৎসবের মরশুমে কলকাতার বিভিন্ন পাব-রেস্তরাঁতে সেই মাদক পাচার করার ছক ছিল।
Posted: 07:57 PM Dec 31, 2022Updated: 08:15 PM Dec 31, 2022

অর্ণব আইচ: উৎসবের মরশুমে ফের কলকাতা থেকে উদ্ধার প্রচুর মাদক। শুক্রবার রাতে শিয়ালদহ রোডে এন্টালি এলাকা থেকে উদ্ধার হয় বিপুল মাদক। পাচারের আগেই কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেপ্তার ১। শনিবার ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। তাকে জেরা করে মাদক পাচারচক্রের হদিশ পেতে চাইছে পুলিশ।

Advertisement

নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে শিয়ালদহ রোডে হানা দেয় কলকাতা পুলিশের এসটিএফ (Kolkata Police STF)। ওই এলাকা থেকে নদিয়ার এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ কেজি ১৬ গ্রাম উচ্চমানের হেরোইন উদ্ধার হয়। যার বাজারমূল্য় ৫ কোটি টাকার বেশি। মাদক কারবারিকে নিজেদের হেফাজতে নেয় এন্টালি থানার পুলিশ।

[আরও পড়ুন: রাহুলকে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে দেখতে আপত্তি নেই! নীতীশের মন্তব্যে অক্সিজেন পেল কংগ্রেস]

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম প্রশান সরকার। নদিয়া জেলার শান্তিপুর এলাকার বাসিন্দা। বয়স ২৬ বছর। নদিয়ায় মাদকের কারবার চালাত বলে খবর। পুলিশের ধারনা, উৎসবের মরশুমে কলকাতার বিভিন্ন পাব-রেস্তরাঁতে সেই মাদক পাচার করার ছক ছিল তার। কিন্তু পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।

প্রসঙ্গত, কলকাতার বিভিন্ন হুক্কা বারে (hookah bars) হুক্কার সঙ্গে মাদক মিশিয়ে বিক্রি করা হচ্ছে। এধরনের প্রচুর অভিযোগ জমা পড়েছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) কাছে। সেই কারণেই তিলোত্তমায় হুক্কা বারের অনুমতি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  আসলে হুক্কা বারে ভিড় জমান কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। কিন্তু অনেক ক্ষেত্রেই সেই হুক্কার সঙ্গে মাদক বা ড্রাগ মিশিয়ে দেওয়া হচ্ছে। ফলে মাদকাসক্ত হয়ে পড়ছে যুবসমাজ। গত বেশ কয়েকদিন ধরেই এই অভিযোগ আসছে পুরসভায়। এই বিষয়টিকেই শক্ত হাতে রোধ করতে হুক্কাবার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

[আরও পড়ুন: রাহুলকে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে দেখতে আপত্তি নেই! নীতীশের মন্তব্যে অক্সিজেন পেল কংগ্রেস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement