shono
Advertisement
Sonarpur

সাদ্দামের পর জামাল, এবার সোনারপুরের ত্রাসের বাড়িতেও 'গুপ্তঘরের' হদিশ!

ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়।
Published By: Tiyasha SarkarPosted: 09:09 AM Jul 26, 2024Updated: 09:09 AM Jul 26, 2024

দেবব্রত মণ্ডল, বারুইপুর: কুলতলির (Kultali) সাদ্দামের বাড়ির টানেল চোখ কপালে তুলেছিল পুলিশের। এবার সোনারপুরের জামালউদ্দিনের বাড়িতে হদিশ মিলল গুপ্তঘরের! বাড়িতে তল্লাশি চালানোর সময় বিষয়টি টের পায় পুলিশ। ভেঙে দেখা হচ্ছে, কী রয়েছে ভিতরে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়।

Advertisement

সোনারপুরের ত্রাস জামাল প্রাসাদোপম বাড়ির মালিক। তাঁর বাড়ির ভিতর এলাহি ব্যবস্থাপনা। সুইমিং পুলে চড়ে বেড়ায় পোষ্য কচ্ছপ। রয়েছে ঘোড়া। তার দেখভালের জন্য রয়েছে কর্মী। এছাড়া বাড়িতে পরিচারক-পরিচারিকারও শেষ নেই। অবশ্য জামালের আয়ের উৎস তেমন কিছু নেই। নিজের বাড়ির ভিতরে আলাদা পৃথিবী গড়ে তুলেছিলেন জামাল। অভিযোগ, সেখানে সালিশি সভা বসাতেন তিনি। সেই সালিশি সভাতেই শিকলে বেঁধে মহিলাকে নির্যাতন করেছিলেন জামাল। যা নিয়ে হইচইয়ের পর থেকেই এলাকাছাড়া হয়ে যান সোনারপুরের ‘ত্রাস’। সরাসরি কিছু না বললেও জামালের দাবি, “তাঁকে ফাঁসানো হয়েছে।” পরবর্তীতে গ্রেপ্তার করা হয় তাঁকে। বর্তমানে বন্দি তিনি।

[আরও পড়ুন: ‘২০২৭ বিশ্বকাপে রোহিত খেললে মাঠেই অজ্ঞান হয়ে যাবে’, হঠাৎ এমন কেন বললেন শ্রীকান্ত?]

শুক্রবার সকালে জামালকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে তল্লাশি অভিযান যায় পুলিশ। সেই সময়ই আন্ডারগ্রাউন্ডের হদিশ মিলেছে বলে খবর। খতিয়ে দেখা হচ্ছে,  সেখানে কী আছে। কেন বাড়িতে এই আন্ডারগ্রাউন্ড তৈরি করা হয়েছিল। তা খতিয়ে দেখছে পুলিশ।

[আরও পড়ুন: ফোকাস ডাবলসে, প্যারিস অলিম্পিকের সিঙ্গলস থেকে নাম তুলে নিলেন মারে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কুলতলির (Kultali) সাদ্দামের বাড়ির টানেল চোখ কপালে তুলেছিল পুলিশের।
  • এবার সোনারপুরের জামালউদ্দিনের বাড়িতেও হদিশ মিলল সুড়ঙ্গের! বাড়িতে তল্লাশি চালানোর সময় বিষয়টি টের পায় পুলিশ।
  • ভেঙে দেখা হচ্ছে, বিষয়টা কতটা গভীর বা কোথায় মিলেছে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়।
Advertisement