সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের বিরুদ্ধে নালিশ করতে গিয়ে আদালতে মুখ পুড়ল টুইটারের। কর্ণাটক হাই কোর্ট (Karnataka High Court) টুইটারের দাবি তো মানলই না, উলটে মাইক্রোব্লগিং সাইটটিকেই ৫০ লক্ষ টাকা জরিমানার করার নির্দেশ দিল।
আসলে, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই এক বছরে বহু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সাসপেন্ড করার নির্দেশ দেয় কেন্দ্র। বহু টুইটও ডিলিট করার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ অনুযায়ী বেশ কয়েকটি অ্যাকাউন্ট ডিলিট করে দিলেও কিছু অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশিকা মানেনি টুইটার। উলটে কেন্দ্রের নির্দেশের বিরোধিতা করে ২০২২ সালের জুলাই মাসে কর্ণাটক হাই কোর্টের দ্বারস্থ হয়।
[আরও পড়ুন: ভোটের মুখে কেন্দ্রীয় বাহিনী নিয়ে নয়া পরিকল্পনা TMC’র, কী জানালেন কুণাল?]
এই মামলার বিভিন্ন শুনানিতে টুইটার দাবি করেছে, কেন্দ্র যে অ্যাকাউন্টগুলি ব্লক করতে বলেছিল, তার উপযুক্ত কারণ দেখানো হয়নি। আর এভাবে অ্যাকাউন্ট ব্লক করা বাক স্বাধীনতার পরিপন্থী। টুইটার (Twitter) দাবি করে, ঠিক কীসের ভিত্তিতে অ্যাকাউন্ট ব্লক করা হবে, তার নির্দিষ্ট একটি নিয়ম থাকা উচিত বলেও দাবি ছিল টুইটারের। কিন্তু কেন্দ্র সাফ জানিয়ে দেয়, সব সংস্থাকেই দেশের আইন মানতে হবে।
[আরও পড়ুন: সংসদের বাদল অধিবেশনেই পেশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি বিল! দাবি সূত্রের]
সেই মামলাতেই কর্ণাটক হাই কোর্টে বড়সড় ধাক্কা খেতে হল টুইটারকে। আদালত টুইটারের সব আবেদন খারিজ করে দিল। উলটে কেন্দ্রের নির্দেশ না মানতে চাওয়ায় সংস্থাটিকে ৫০ লক্ষ টাকা জরিমানাও করল। যদিও টুইটারের কাছে শীর্ষ আদালতে যাওয়ার রাস্তা এখনও খোলা।