সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের উত্তরের সংকট মেটাতে ডাক পড়ল দক্ষিণের ক্রাইসিস ম্যানেজার ডিকে শিবকুমারের। সূত্রের খবর, হিমাচল প্রদেশের ক্রাইসিস মেটাতে কর্নাটকের ক্রাইসিস ম্যানেজার শিবকুমারকে জরুরি ভিত্তিতে শিমলা পাঠাচ্ছে এআইসিসি (AICC)। কর্নাটকের উপমুখ্যমন্ত্রীকে যেনতেন প্রকারে সরকার বাঁচানোর দায়িত্ব দেওয়া হয়েছে। সঙ্গে পাঠানো হয়েছে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিংহ হুদা এবং ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকেও।
এই মুহূর্তে হিমাচলের কংগ্রেস সরকার চরম সংকটে। ৬৮ আসনের বিধানসভায় গত নির্বাচনে ৪০ আসন জেতে কংগ্রেস (Congress)। ৩ জন নির্দল সমর্থন করে হাত শিবিরকে। সব মিলিয়ে হাত শিবিরের হাতে ছিল ৪৩ বিধায়ক। কিন্তু মঙ্গলবার রাজ্যসভা নির্বাচনে দেখা গেল, ৬ জন কংগ্রেসের এবং ৩ জন নির্দল বিধায়ক ভোট দিলেন বিজেপি প্রার্থীকে। শেষে দেখা যায় কংগ্রেস প্রার্থী ভোট পেলেন ৩৪টি, বিজেপির (BJP) প্রার্থীও ভোট পেলেন ৩৪টিই। এসবের মধ্যে আবার কংগ্রেসের মন্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে বিক্রমাদিত্য সিং। তিনিও যে কোনও সময় দলবদলে বিজেপিতে চলে যেতে পারেন।
[আরও পড়ুন: ‘সন্দেশখালিতে ১৭৪ ধারা চলছে’, বেফাঁস মন্তব্যে নেটপাড়ায় ট্রোলড নুসরত জাহান]
সব মিলিয়ে হিমাচল প্রদেশে মহাচাপে কংগ্রেস। এর মধ্যে একবার রটে গিয়েছিল মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু পদত্যাগ করেছেন। যদিও পরে মুখ্যমন্ত্রী নিজেই সেই জল্পনা উড়িয়ে দেন। তিনি জানিয়ে দেন, এই মুহূর্তে পদত্যাগের কোনও প্রশ্ন নেই। আমরা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করব। সরকার পাঁচ বছর চলবে। এদিন আবার বিরোধী শূন্য বিধানসভায় বাজেটও পাশ করিয়ে নিয়েছে কংগ্রেস সরকার।
[আরও পড়ুন: জেলের খাবারে অরুচি, বিরিয়ানির ‘বায়না’ কোন্নগরে সন্তান ‘খুনে’ জেলবন্দি মায়ের]
এসবের মধ্যেই দলের সরকার বাঁচাতে তলব করা হয়েছে ডিকে শিবকুমারকে (DK Shivakumar)। শিবকুমার অতীতে একাধিকবার কংগ্রেসকে সংকটজনক পরিস্থিতি থেকে উদ্ধার করেছেন তিনি। এবার হিমাচলের গদি বাঁচাতে পারেন কিনা, সেটাই দেখার। শোনা যাচ্ছে, শিবকুমার হিমাচলে মুখ্যমন্ত্রী বদলের সিদ্ধান্ত জানাতে পারেন। সেক্ষেত্রে সুখু বিরোধী প্রতিভা সিংয়ের সঙ্গে আলোচনা করে নতুন নাম ভাবা হতে পারে।