shono
Advertisement
Home Decor

পুজোর আগে ঘর সাজাতে চান? আভিজাত্যের সঙ্গে রুচির মেলবন্ধনে হোক গৃহসজ্জা

রইল দারুণ টিপস।
Published By: Sandipta BhanjaPosted: 08:26 PM Aug 31, 2024Updated: 02:15 PM Sep 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর সময়ে নিজে নিত্যনতুন সাজে ধরা দেওয়ার পাশাপাশি বাড়ির মেকওভারও কিন্তু প্রয়োজন। কারণ এইসময়ে বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনদের সঙ্গে গেট টুগেদার লেগেই থাকে। অতঃপর অগোছালো ঘর নৈব নৈব চ! অনেকেই মনে করেন, ঘর সাজানো মানেই অনেক খরচ। বিষয়টা সেরকম নয়। এখানে প্রয়োজন শুধু বুদ্ধি আর উপযুক্ত প্ল্যানিংয়ের।

Advertisement

দু-তিন দশক আগেও মা-ঠাকুমারা মহালয়ার আগে ঘর ঝাড়তে শুরু করতেন। তবে সময় এগিয়েছে, হাইটেক যুগে মহিলা-পুরুষ নির্বিশেষে সকলেই কাজে ব্যস্ত থাকেন। হাতে সময়ের ঘাটতি বলে কি আর ঘর পরিষ্কার করা হবে না? নো চিন্তা! ঘর সাজানোকে সহজ করে ফেলুন।

১) ঘরের বাড়তি জিনিস বাতিল করুন প্রথম দিন। অপ্রয়োজনীয় জিনিস ঘরের জায়গা দখল করে। অনেক সময় বাচ্চাদের খেলনা মেঝেতে পড়ে থাকে। এগুলো স্মৃতি হিসেবে রাখতে না চাইলে কাউকে দিয়ে দিতে পারেন বা ফেলে দিন।

২) ঘর রং করান এইসময়ে অনেকেই। তবে ম্যাজিকের মতো ভোলবদল করতে চাইলে। ড্রয়িং রুং বা যে কোনও ঘরের একটা দেওয়াল শুধু রং করে দিন। বাজার চলতি অনেক প্যাটার্ন পাওয়া যায়। সেগুলো কিনে এনে নিজেই ট্রাই করতে পারেন।

৩) সেই দেওয়ালজুড়ে হাসিমুখের ফটোফ্রেম থাক। বা নানা ধরনের ওয়াল হ্যাঙ্গিং পাওয়া যায় আজকাল। সেগুলোও লাগিয়ে দিতে পারেন।

৪) গৃহসজ্জার ক্ষেত্রে পর্দা খুব গুরুত্বপূর্ণ। ঘরের রং হালকা হলে একটু রংচঙে পর্দা লাগিয়ে দিন এইসময়ে। তাহলে একঘেয়ে ঘরের সাজে নতুনত্ব আসবে। জুটের পর্দা ব্যবহার করতে পারেন। নানা রঙের পাটদড়ি পাওয়া যায়, সেগুলোও ঝুলিয়ে দিতে পারেন।

[আরও পড়ুন: বাড়িতে পজিটিভ এনার্জি চান? পর্দার রঙেই ভাগ্য বদলান, রইল চমকপ্রদ টিপস]

৫) আপনি গাছ ভালোবাসলে, পুজোর আগে বেশ কিছু ইনডোর প্ল্যান্ট কিনে আনুন। এবং রকমারি কালারফুল, প্যাটার্নের টব এবং স্ট্যান্ড দিয়ে ঘরজুড়ে সাজিয়ে ফেলুন। দেখবেন গোটা বাড়িতেই বেশ একটা পজিটিভ এনার্জি এসে গিয়েছে।

৬) ঘর সাজাতে কার্পেট, পাপোসও খুব গুরুত্বপূর্ণ। বড় ঘর হলে সেখানে দিব্যি জমকালো একটা কার্পেট মানিয়ে যাবে। বসে আড্ডা দেওয়া যাবে, সেরকম দেখেও কিনতে পারেন।

৭) আড্ডার জায়গায় একটা মোটা তোষকের উপর একরঙের তবে গাঢ় রঙের চাদর বিছিয়ে দিন। তাতে রকমারি ডিজাইনের কুশন ছড়িয়ে দিন। দারুণ মানাবে।

৮) বাড়িতে অতিথি সমাগম শুরু হলে, একটু তাজা ফুল সাজিয়ে রাখুন। সারা ঘরে সুগন্ধী ছড়িয়ে দিন। দেখবেন ব্যস্ত শিডিউল থেকে বেরিয়ে মনটাই ফ্রেশ হয়ে যাবে বাড়িতে বসে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement