shono
Advertisement
Lucky Bamboo

সংসারের শ্রীবৃদ্ধিতে লাকি বাম্বু রেখেছেন? এই ৮ ভুল করবেন না যেন!

গৃহসজ্জায় এখন ট্রেন্ডিং লাকি বাম্বু।
Published By: Sayani SenPosted: 06:52 PM Oct 24, 2025Updated: 07:00 PM Oct 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাছ দিয়ে বাড়ি সাজানো নতুন নয়। অনেকেই বাড়িতে গাছ রাখেন। তবে গৃহসজ্জায় এখন ট্রেন্ডিং লাকি বাম্বু। সংসারের শ্রীবৃদ্ধির আশায় অনেকে এই গাছ বাড়িতে রাখেন। তার পরিচর্যায় সামান্য সমস্যা হলেই যাচ্ছেতাই কাণ্ড হতে বাধ্য। একনজরে দেখে নেওয়া যাক, লাকি বাম্বুর পরিচর্যায় কোন ৮ ভুল করলেই সর্বনাশ!

Advertisement

* লাকি বাম্বুর গোড়া ভিজে থাকা ভালো। তবে অতিরিক্ত জল দেওয়া উচিত নয়। তাতে গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। লাকি বাম্বু গাছের পাতা হলুদ হয়ে গেলে, জল দেওয়া কমাতে হবে।
* মিনারেল ওয়াটার লাকি বাম্বুর গোড়ায় দিন। নইলে গাছের পাতা হলুদ হয়ে সমস্যা দেখা দিতে পারে।

* সরাসরি সূর্যালোকে লাকি বাম্বু রাখবেন না। পরিবর্তে ঘরে রাখুন, যেখানে সরাসরি গাছের গোড়ায় রোদ লাগতে পারবে না। জানলার পাশে রাখলে অতিরিক্ত রোদের সময় পর্দা টেনে রাখুন।
* যে পাত্রটিতে লাকি বাম্বু রেখেছেন, সেটিও পরিষ্কার করুন। ওই পাত্রে রাখা পাথর পরিষ্কার করুন। গাছের গোড়ায় থাকা শুকনো পাতা তুলে ফেলে দিন।
* লাকি বাম্বুর টবে জল দাঁড়াতে যেন না পারে, সেদিকে খেয়াল রাখুন। নইলে সমস্যা দেখা দিতে পারে।

* অতিরিক্ত সার দেবেন না। নইলে লাকি বাম্বুর ক্ষতি হতে পারে। পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে।
* লাকি বাম্বু ১৮ থেকে ৩৫ ডিগ্রির মধ্যে রাখুন। নইলে গাছের ক্ষতি হতে পারে।
* লাকি বাম্বুকে নিজের মতো করে বাড়তে থাকে। গাছের ক্ষতি না চাইলে নির্দিষ্ট সময়মতো গাছের পাতা কেটে ফেলুন। নইলে লাকি বাম্বুর ক্ষতি হতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গৃহসজ্জায় এখন ট্রেন্ডিং লাকি বাম্বু।
  • সংসারের শ্রীবৃদ্ধির আশায় অনেকে এই গাছ বাড়িতে রাখেন।
  • তার পরিচর্যায় সামান্য সমস্যা হলেই যাচ্ছেতাই কাণ্ড হতে বাধ্য।
Advertisement