সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আগে নিজের মেকওভার করান অনেকেই। বাড়ি বাদ গেলে চলবে না। কারণ, নিজের গৃহকোণই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাড়ির চারদিক সাজাতে গিয়ে ব্যালকনি যে বাদ না যায়, সেদিকে খেয়াল রাখুন। নইলে কিন্তু গোটা বাড়ির সাজই অসম্পূর্ণ থেকে যাবে। পুজো বলে কথা, তাই যেমন তেমন করে তো সাজালে চলবে না। বরং জেনে নিন ফ্ল্যাটের ওই একচিলতে জায়গাকে সহজেই কীভাবে সাজিয়ে তুলবেন।
ব্যালকনিকে দিতে পারেন বোহো লুক। সেক্ষেত্রে ব্যালকনি সাজাতে প্রয়োজন কয়েকটি গাছ, কুশন, একটি ছোট্ট টেবিল এবং সুন্দর চেয়ারের।
ব্যালকনিতে বেশি আলো না জ্বালানোই ভালো। পরিবর্তে হালকা আলোর বন্দোবস্ত রাখুন। আধুনিক ল্যাম্পশেড নিতে পারেন। বর্তমানে বাঁশের সঙ্গে দড়ি লাগানো আলো ট্রেন্ডিং, তা-ও ব্যালকনি সজ্জায় বেছে নিতে পারেন।
ব্যালকনিতে বসে কি আপনি প্রিয়জনের সঙ্গে চায়ের কাপে গলা ভেজাতে চান? তবে ব্যালকনিতে চা খাওয়ার বন্দোবস্ত রাখতে পারেন। একটু ছোট্ট টি টেবিল আর চেয়ার থাকলেই চলবে।
আবার ব্যালকনিতে চাইলে চেয়ার না-ও রাখতে পারেন। ব্যালকনির মেঝেতে ছোট্ট গদির বন্দোবস্ত করতে পারেন। সেখানে ছোট ছোট ২-৪টি কুশন দিয়ে রাখবেন।
ব্যালকনি নানা রকমের গাছ, রঙিন পাথর দিয়ে সাজাতে পারেন। তবে নিয়মিত গাছের পরিচর্যা না করলে ব্যালকনির সাজটাই মাটি।
ব্যালকনি সাজানোর ক্ষেত্রে মাথায় রাখতে হবে:
* ব্যালকনিতে রাখার জন্য ফোল্ডেবল আসবাবপত্র ভালো। তাতে প্রয়োজনে সরিয়ে পরিষ্কার করা যাবে। বৃষ্টি হলে সরিয়ে নেওয়া যাবে।
* বই রাখলে যেখানে রাখছেন, তা যেন ওয়াটারপ্রুফ হয়, সেদিকে খেয়াল রাখুন। নইলে ভিজে নষ্ট হয়ে যেতে পারে বইপত্র।
* গাছ রাখার ক্ষেত্রে টেরাকোটা কিংবা ধাতব টব বেছে নিতে পারেন। তাতে রোদ, বৃষ্টিতে ক্ষতির সম্ভাবনা অনেকটাই কম।
