সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রান্নাঘর, বাড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। যা অগোছালো থাকলে শুধু দেখতে খারাপ লাগার বিষয়ই নয়, একইসঙ্গে দেখা দিতে পারে নানা সমস্যা। রান্নাঘর অগোছালো, তেল চিটচিটে হয়ে থাকলে স্বাস্থ্যের অবনতি থেকে শুরু করে রান্নায় মন না বসার মতো নানা বিষয় দেখা দিতে পারে। তাই পুজোর আর কটাদিন হাতে থাকতেই ভোল বদলে ফেলুন আপনার তেলচিটে রান্নাঘরের। কীভাবে? রইল টিপস।
রান্নাঘরে এখন প্রায় সকলেরই ড্রয়ার মাস্ট। নানাসময় রান্নাকরাকালীন বিভিন্ন উদ্বৃত্ত জিনিস আমরা রেখ দিই। তারপর আর তা ব্যবহার না হলেও সেইভাবেই রান্নাঘরের ড্রয়ারেই থেকে যায়। অপরিষ্কার হওয়ার সম্ভবনাও থাকে তাই প্রবল। এক্ষেত্রে উদ্বৃত্ত জিনিস না রাখার চেষ্টা তো করবেনই। একইসঙ্গে পুজোর আগে রান্নাঘরের ড্রয়ার পরিষ্কার করে নিয়ে তাতে বিভিন্ন জিনিস রাখার আগে পার্টিশন করে নিন। সবটাই তাহলে অর্গানাইজ হয়ে থাকবে।
রান্নাঘরে কম জায়গা থাকলে সেক্ষেত্রে রান্নাঘরের দেওয়ালে হুক লাগিয়ে নিতে পারেন। তাতে কাপ, চামচ, হাতা থেকে চপিং বোর্ড-সহ বিভিন্ন জিনিস যা হুকে ঝুলিয়ে রাখাব যাবে সেগুলি এভাবে রাখুন। সেক্ষেত্রে কম জায়গা থাকলে তা ব্যবহারে সুবিধা হিবে।
রান্নাঘরে যদি বাইরে থেকে পর্যাপ্ত সূর্যের আলো আসার সুবিধা না থাকে তাহলে বাজারচলতি বিভিন্ন আলো দিয়ে আপনার রান্নাঘরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করুন। সেক্ষেত্রে আপনার রান্নঘর প্রাণ ফিরে পাবে।
সম্ভব হলে হালকা রঙের বদলে কিচেন ক্যাবিনেটে ব্যবহার করতে পারেন উজ্জ্বল রঙের সানমাইকা। যা আপনার রান্নাঘরের জেল্লা বারাবে। সঙ্গে এক্কেবারে ভোল পালটেও দেবে।
