সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোয় দেদার রান্নাবান্না। তার ফলে তেল চিটচিটে রান্নাঘর। ধোঁয়া, তেলে যাচ্ছেতাই পরিস্থিতি এক্সহস্ট ফ্যানের। নিশ্চয়ই ভাবছেন কীভাবে এক্সহস্ট ফ্যান পরিষ্কার করবেন? নানারকম রাসায়নিক ব্যবহারের কোনও প্রয়োজনীয়তা নেই। পরিবর্তে রান্নাঘরে রোজকার ব্যবহৃত জিনিসপত্র দিয়ে এক্সহস্ট ফ্যান পরিষ্কার করা সম্ভব।
প্রথমেই জেনে নেওয়া যাক এক্সহস্ট ফ্যান পরিষ্কার করতে কোন কোন জিনিস কাজে লাগাতে পারেন। বাসন মাজার সাবান, বেকিং সোডা, ভিনিগার এবং শুকনো পরিষ্কার কাপড় থাকলেই সুন্দর, চকচকে করে তুলতে পারেন এক্সহস্ট ফ্যান।
এবার জেনে নেওয়া যাক এক্সহস্ট ফ্যান পরিষ্কারের পদ্ধতি:
* প্রথমেই এক্সহস্ট থেকে বিদ্যুৎ সংযোগ সরিয়ে নিন। খুলে ফেলুন প্লাগ।
* এবার একটি পাত্রে গরম জল এবং বাসন মাজার সাবান মিশিয়ে নিন। ফিল্টারটি খুলে নিন। ওই মিশ্রণের মধ্যে ফিল্টারটি ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন।
* আরও একটি পাত্রে উষ্ণ গরম জল নিন। ওই জলের মধ্যে ডুবিয়ে ফিল্টারটি ধুয়ে ফেলুন।
* ফিল্টারে লেগে থাকা জল শুকিয়ে নিন।
* এবার দেওয়ালে লাগিয়ে দিন এক্সহস্ট ফ্যান। বিদ্যুৎ সংযোগ করে দেখে নিন সঠিকভাবে কাজ করছে কিনা যন্ত্রটি।
এক্সহস্ট ফ্যান সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য:
* রান্নাঘর ঠিক কতটা ব্যবহার করেন, সেই নিরিখে মাসে কমপক্ষে ১-২ বার এক্সহস্ট ফ্যান পরিষ্কার করুন।
* রান্নাবান্নার পর শুকনো কাপড় দিয়ে পারলে রোজই এক্সহস্ট ফ্যান পরিষ্কার করুন।
মনে রাখবেন, এক্সহস্ট ফ্যান পরিষ্কার থাকা মানে রান্নাঘর জীবাণুমুক্ত থাকে। আবার তা যে রান্নাঘরের সৌন্দর্য বৃদ্ধি করে সে বিষয়েও কোনও সন্দেহ নেই। তাই রান্নাঘরের এক্সহস্ট ফ্যান নিয়মিত পরিষ্কার রাখার চেষ্টা করুন। নইলে শারীরিক সমস্যাও দেখা দিতে পারে।
