shono
Advertisement
Vastu Tips

বাথরুমে খালি বালতি রাখছেন! বিপদ ডেকে আনছেন না তো?

কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।
Published By: Akash MisraPosted: 07:49 PM May 22, 2024Updated: 07:49 PM May 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। অনেকেই বাস্তুশাস্ত্র মেনে নিজেদের অন্দরমহল সাজান। অনেকে বাস্তুশাস্ত্র মানেন জীবনযাত্রার প্রতিটি পদক্ষেপে। বাস্তুশাস্ত্র বলছে, সুখী সংসারের জন্য অবশ্যই বাথরুমের বাস্তুর দিকে নজর দেওয়া উচিত। না হলে, গোটা বাড়িতে অশুভ শক্তি ছড়িয়ে যেতে পারে। তা কীভাবে নজরে রাখবেন আপনার স্নানঘরের বাস্তু?

Advertisement

১) বাথরুম থেকে বেরিয়ে কখনই দরজা খুলে রেখে দেবেন না। নজরে রাখুন বাথরুমের দরজা যেন সব সময় বন্ধ থাকে। এতে সংসারে সুখ-সমৃদ্ধি বজায় থাকে।

২) বাথরুমে ইন্ডোর প্ল্য়ান্ট রাখুন। এতে বাথরুমের লুক যেমন সতেজ থাকবে। তেমনি বাস্তুশাস্ত্রমতে বাথরুমেও পজিটিভ ভাইবস বজায় থাকবে। এক্ষেত্রে একটি কাচের শিশিতে মানি প্ল্য়ান্ট রাখতে পারেন।

[আরও পড়ুন: অবিকল সুচিত্রা! মহানায়িকার আভিজাত্য নিয়ে ক্যামেরার সামনে রাইমা, দেখুন অ্যালবাম]

৩) ব্যবহার করা হয়ে গেলে কমোডের ঢাকনা অবশ্যই বন্ধ রাখুন। এতে অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করতে পারবে না।

৪) বাথরুমে সব সময়ই সাদা রঙের আলো ব্যবহার করুন। এতে বাথরুমের লুক উজ্জ্বল থাকবে। সঙ্গে বাথরুমের পরিবেশ স্বাস্থ্যকর হবে। বাথরুমে যেন রোদ হাওয়া খেলা করে এমন ব্যবস্থা রাখুন।

৫) বাথরুমে কখনও ভুলেও খালি বালতি রাখবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে খালি বালতি আপনার আর্থিক জীবনে বড় ক্ষতি নিয়ে আসতে পারে।

৬) বাথরুমের ভিতরে কখনই ঝাঁটা রাখবেন না। এতে অশুভ শক্তি ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই বাথরুম পরিষ্কার করার জিনিসপত্র, বাথরুমের বাইরেই রাখুন।

৭) বাথরুমের আয়নার পাশে বা সাবান রাখার জায়গায় এক টাকার কয়েন রাখুন। দেখবেন এতে লক্ষ্মীলাভ হবে।

[আরও পড়ুন: ছেলে মিশুকের গ্র্যাজুয়েশন, গর্বিত বাবা প্রসেনজিৎ, শেয়ার করলেন ভিডিও ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাথরুমের আয়নার পাশে বা সাবান রাখার জায়গায় এক টাকার কয়েন রাখুন।
  • বাথরুম থেকে বেরিয়ে কখনই দরজা খুলে রেখে দেবেন না।
Advertisement