সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র দু'দিন পরই গণেশ চতুর্থী। পঞ্জিকা মতে, আগামী ২৬ আগস্ট দুপুর ১টা ৫৪ মিনিট থেকে চতুর্থী শুরু হচ্ছে। এই তিথি থাকবে পরের দিন অর্থাৎ ২৭ আগস্ট দুপুর ৩টে বেজে ৪৪ মিনিট পর্যন্ত। সেই হিসাব মতো পুজো করা হবে ২৭ তারিখেই। বাংলার বাইরে এই পুজো ১০ দিন ধরে হয়। সেই মতো প্রতিমা নিরঞ্জন হবে ৬ সেপ্টেম্বর। বেশিরভাগ দোকানে গণপতি আরাধনার প্রস্তুতি তুঙ্গে। বাড়িতেও গণেশ পুজোর পরিকল্পনা করছেন অনেকেই। তবে চাইলেন আর গণেশ পুজোর আয়োজন করলেই হবে না। বাস্তুশাস্ত্রবিদদের মতে জেনে নিন কোন ধরনের গণেশ মূর্তি বাড়িতে থাকলে বাড়বে সুখসমৃদ্ধি। হবে অর্থাগম।
প্রায় প্রত্যেক গৃহস্থ বাড়িতেই মাটির গণেশ থাকে। তবে এবার অন্য কিছু ভাবতেই পারেন।
মাটির বদলে কাঠের মূর্তি বাড়িতে রাখতে পারেন। তা আম, নিম অথবা পিপল কাঠের হওয়া আবশ্যক।
এছাড়া সামর্থ্য থাকলে সোনা, রুপো, পিতলের তৈরি গণেশের মূর্তি স্থাপন করতে পারেন।
ময়দা এবং চালের গুঁড়ো মিশিয়ে গণেশের ছাঁচে ফেলে গণেশ মূর্তি তৈরি করতে পারেন। তা বাড়িতে স্থাপন করলে সুখসমৃদ্ধি বাড়বেই।
কোন রঙের গণেশ মূর্তি বাড়িতে রাখলে সুফল পাওয়া যাবে, তা-ও জানিয়েছেন বাস্তু বিশেষজ্ঞরা। তাঁদের মতে, সাদা রঙের গণেশ মূর্তিই বাড়িতে রাখা শ্রেয়।
আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য
* যদি আপনার বাড়িতে গণেশ প্রতিষ্ঠিত হয়, তবে বাড়িতে গণেশের ভোগ তৈরি করার সময় রসুন এবং পিঁয়াজ ব্যবহার করা যাবে না।
* পুরনো বিগ্রহ বাড়িতে থাকলে, তা নিরঞ্জন করুন। মনে রাখবেন বাড়িতে গণেশের দু’টি মূর্তি রাখা উচিত নয়।
* ভগবান গণেশের মূর্তির কাছে সব সময়ই প্রদীপ বা আলো জ্বালিয়ে রাখুন। ঘরের বাইরে গেলে অবশ্যই ঠাকুরের ঘরে আলোর সুব্যবস্থা করে রাখুন। অন্ধকারে ভগবানের মূর্তি দেখা শুভ বলে মনে করা হয় না।
