shono
Advertisement

বাড়ির আসবাবপত্র পরিষ্কারে জল ব্যবহার করেন? সাবধান! এই ভুলগুলি করছেন না তো?

ঘরের কোন কোন জিনিস জল দিয়ে পরিষ্কার করা থেকে বিরত থাকবেন জেনে নিন।
Published By: Arani BhattacharyaPosted: 05:53 PM Sep 04, 2025Updated: 06:38 PM Sep 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিদিনের গেরস্থালির আনাচকানাচ পরিষ্কার করতে জলের প্রয়োজন। জামা কাপড় কাচা থেকে ঘরদোর পরিষ্কার করা, বাসন পরিষ্কার করা এসব কিছুতেই জলের প্রয়োজন। কিন্তু গেরস্থালির এমন অনেক জিনিস আছে যা নিত্য প্রয়োজন হয়। অথচ তা জল দিয়ে একেবারেই পরিষ্কার করা যায় না। জল দিয়ে পরিষ্কার করতে গেলেই তা নষ্ট হবেই হবে। ঘরের কোন কোন জিনিস জল দিয়ে পরিষ্কার করা থেকে বিরত থাকবেন জেনে নিন।

Advertisement

এক্ষেত্রে সবার উপরে রয়েছে কাঠের আসবাবপত্র। কখনও জল দিয়ে বাড়ির কোনও কাঠের আসবাবপত্র পরিষ্কার করবেন না। এক্ষেত্রে ওই আসবাবপত্রে যে পালিশ থাকে তা নষ্ট হয়ে যাওয়ার একটা বিষয় থেকেই যায়। তাই সবসময় চেষ্টা করবেন শুকনো কাপড় দিয়ে কাঠের আসবাবপত্র পরিষ্কার করার।

ভুলেও জল দিয়ে কখনও আয়না পরিষ্কার করবেন না। এতে করে আয়নার কাচ নষ্ট হয়ে যায়। আয়না পরিষ্কার করার জন্য অনেক ধরনের ক্লিনার পাওয়া যায়। চেষ্টা করুন সেগুলি ব্যবহার করার।

বাসন পরিষ্কার করতে যতই জলের ব্যবহার হোক না কেন, রূপো ও পিতলের বাসন জল দিয়ে কখনই পরিষ্কার করবেন না। বরং জলের বদলে তেঁতুল, নুন ও ভিনিগার দিয়ে পরিষ্কার করুন। এতে এই বাসনগুলির জৌলুস দীর্ঘদিন বজায় থাকবে।

চামড়ার সোফা বা কোনও আসবাবপত্র জল দিয়ে পরিষ্কার করা থেকে বিরত থাকুন। জল দিয়ে চামড়ার কোনও আসবাপত্র পরিষ্কার করলে তাতে ছত্রাক জন্মানোর সম্ভবনা থেকে যায়। নষ্ট হয়ে যায় জেল্লা। তাই বাড়ির এই জিনিসগুলি কখনই জল দিয়ে পরিষ্কার করবেন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কখনও জল দিয়ে বাড়ির কোনও কাঠের আসবাবপত্র পরিষ্কার করবেন না। এক্ষেত্রে ওই আসবাবপত্রে যে পালিশ থাকে তা নষ্ট হয়ে যাওয়ার একটা বিষয় থেকেই যায়।
  • ভুলেও জল দিয়ে কখনও আয়না পরিষ্কার করবেন না। এতে করে আয়নার কাচ নষ্ট হয়ে যায়।
  • আয়না পরিষ্কার করার জন্য অনেক ধরনের ক্লিনার পাওয়া যায়। চেষ্টা করুন সেগুলি ব্যবহার করার।
Advertisement