shono
Advertisement
Stain Of Crayon

মোম রং দিয়ে দেওয়ালে খুদের আঁকিবুকি? দিওয়ালির আগে সহজ কৌশলে তুলুন নাছোড়বান্দা দাগ

উৎসবের মরশুমে পান ঝকঝকে গৃহকোণ!
Published By: Sayani SenPosted: 09:11 PM Oct 09, 2025Updated: 09:11 PM Oct 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেওয়ালে কোথাও লাল রং। তো কোথাও লেগে রয়েছে হলুদ। তার পাশেই উঁকিঝুঁকি দিচ্ছে সবুজ। যেন রামধনু রঙের খেলা। দেওয়াল দেখে একঝলকে স্পষ্ট এই কাজ আপনার বাড়ির খুদে সদস্য। হাতে রং, তুলি পাওয়ামাত্রই আঁকিবুঁকি কেটেছে সে। কীভাবে দেওয়াল পরিষ্কার করবেন, তা ভেবেই মাথায় হাত মায়ের। এত ভাবনাচিন্তা করবেন না। দিওয়ালির আগে সহজ কৌশলেই পরিষ্কার করুন দেওয়াল। রইল টিপস।

Advertisement

কোনও রাসায়নিক ব্যবহারের প্রয়োজনীয়তা নেই। তার পরিবর্তে বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই করুন দেওয়াল পরিষ্কার। বেকিং সোডা, ভিনিগার, বাসন মাজার সাবান, মাইক্রোফাইবার ক্লথস, ম্য়াজিক ইরেজার, পুরনো টুথব্রাশ হাতের কাছে নিন। এই উপকরণগুলি দিয়েই ঘরের দেওয়াল পরিষ্কার করুন। জেনে নিন পদ্ধতি।

একটি পাত্রে বেকিং সোডা, ভিনিগার, বাসন মাজার সাবান মিশিয়ে নিন। ওই দাগগুলির উপর স্প্রে করুন। খুব কড়া দাগের উপর পুরনো টুথব্রাশ দিয়ে হালকা হাতে ঘষুন। আর রঙের দাগ বেশ হালকা হলে মাইক্রোফাইবার ক্লথস দিয়ে ঘষে নিন। দেখবেন পরিবারের খুদে চিত্রশিল্পীর তৈরি দাগ নিমেষে গায়েব। আর দেওয়াল হয়ে গিয়েছে আগের মতো ঝকঝকে ও সুন্দর।

তবে দেওয়াল পরিষ্কারের আগে এই বিষয়গুলি মাথায় রাখতে হবে -

* আপনার দেওয়ালে আদৌ ওয়াটারপ্রুফ রং করা রয়েছে কিনা, তা দেখে নিন।
* তবেই উপরোক্ত মিশ্রণ দিয়ে দেওয়াল পরিষ্কার করুন। নইলে রং উঠে দেওয়াল নষ্ট হতে পারে।
* প্রথমে অল্প একটু জায়গায় ওই মিশ্রণ স্প্রে করুন। দেওয়ালের রং বদলে যাচ্ছে বুঝতে পারলে আর এই কাজ করবেন না।

এই কাজগুলি করলেই উৎসবের মরশুমে পাবেন ঝকঝকে গৃহকোণ। তাই আর দেরি কীসের, আজই কোমর বেঁধে এসব কাজ শুরু করুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেওয়ালে নান রং দিয়ে আঁকিবুঁকি খুদের।
  • হাতে রং, তুলি পাওয়ামাত্রই আঁকিবুঁকি কেটেছে পরিবারের খুদে সদস্যের।
  • উৎসবের মরশুমে পান ঝকঝকে গৃহকোণ।
Advertisement