সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারাদিনের ব্যস্ততা। পরিবারের সকলের একসঙ্গে সময় কাটানো প্রায় হয়ই না। তবে পরিবারের সকলের দেখা হওয়ার একটাই জায়গা তা হল ডাইনিং টেবিল। পেটপুজোর সঙ্গে হয় মনের কথা লেনদেন। তাতে পারিবারিক সম্পর্কের বাঁধন আরও শক্তপোক্ত হয়। বাস্তু মেনে ডাইনিং টেবিল সাজাতে না পারলে বিপদ। হতে পারে সর্বনাশ।
প্রথমেই জেনে নেওয়া যাক, বাস্তু মেনে কোথায় রাখবেন ডাইনিং টেবিল। ডাইনিং টেবিল রাখতে হবে বাড়ির পশ্চিম দিকে। তাতে পরিবারের লোকজন একে অপরের উপর দায়বদ্ধ হয়ে উঠবেন। দিক পরিবর্তনের ক্ষেত্রে পারিবারিক সম্পর্কের অবনতি হতে পারে।
কোনদিকে মুখ করে খেতে বসছেন, তার উপরেই পারিবারিক সুখসমৃদ্ধি এবং উন্নতি নির্ভর করে। স্বাস্থ্য কেমন থাকবে, তা-ও দিকের উপর নির্ভরশীল। বাস্তুশাস্ত্র বলছে, পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে ডাইনিং টেবিলে খেতে বসুন। তাতেই হবে উন্নতি। তবে প্রবেশদ্বার যাতে পিছনে না থাকে, সেদিকে খেয়াল রাখুন।
কোন ধরনের ডাইনিং টেবিল বাছবেন, তার উপরেও নির্ভর করে ভাগ্যোন্নতি। পারিবারিক উন্নতিতে অবশ্যই বেছে নিন কাঠের ডাইনিং টেবিল। পরিবারের সমৃদ্ধিতে বাড়িতে রাখুন গোলের পরিবর্তে চারকোণা টেবিল। অবসাদ থেকে মুক্তি পেতে চাইলে টেবিলের উপর কাচ না রাখার চেষ্টা করুন।
ডাইনিং টেবিল সাজানোর ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য:
* টেবিল সবসময় পরিষ্কার রাখুন।
* ভুলেও ছুরি রাখবেন না টেবিলে। তাতে বাড়িতে নেতিবাচক শক্তির সঞ্চার হতে পারে।
* টেবিলের উপর গাছ রাখতে পারেন। ভুলেও কৃত্রিম প্লাস্টিকের গাছ রাখবেন না।
* ডাইনিং টেবিলের কাছাকাছি আয়না রাখবেন না। তাতে সংসারে অশান্তি হতে পারে।
* ডাইনিং টেবিলের নিচে ঝাঁটা রাখবেন না। তাতে সংসারে ব্য়য় বেশি হতে পারে।
