shono
Advertisement
Rangoli

মেঝেয় রঙ্গোলির স্টিকার তুলতে নাজেহাল? জগদ্ধাত্রী পুজোর আগে জেনে নিন পরিষ্কারের কৌশল

আরও সুন্দর হোক আপনার গৃহকোণ!
Published By: Sayani SenPosted: 07:48 PM Oct 26, 2025Updated: 07:48 PM Oct 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলিতে গৃহসজ্জায় রঙ্গোলি খুব গুরুত্বপূর্ণ। কেউ কেউ নিজে হাতে বাড়িতে রঙ্গোলি আঁকেন। আবার কেউ কেউ এখন ব্যস্ততার চাপে হালফিলের রঙ্গোলি স্টিকারের উপর ভরসা করেন। উৎসবের মরশুম শেষে হাতে তৈরি রঙ্গোলি উঠে যায় সহজেই। রঙ্গোলি স্টিকার নিয়ে যত ঝক্কি। কিছুতেই তা মেঝে থেকে তুলে ফেলা সম্ভব হয় না। এদিকে আবার সামনেই জগদ্ধাত্রী পুজো। তার আগে ঘর পরিষ্কার করতে চাইলে জেনে নিন সহজ কৌশল।

Advertisement

একটি পাত্রে গরম জল নিন। তাতে কিছুটা বাসন মাজার সাবান মেশান। যেখানে স্টিকার লেগে রয়েছে তার উপর ওই মিশ্রণ দিন। কিছুক্ষণ রেখে হালকা হাতে ঘষে তুলে ফেলুন। স্টিকারের দাগ উঠে যেতে বাধ্য।

একটি কাপড়ে রাবিং অ্যালকোহল দিন। এবার ভালো করে ওই স্টিকারটি উপর ঘষুন। মাত্র কিছুক্ষণের মধ্যে মেঝে পরিষ্কার হতে বাধ্য।

যেখানে স্টিকারটি লাগানো রয়েছে, সেখানে রান্নার তেল কিংবা অলিভ অয়েল দিয়ে ঘষে নিন। কিছুক্ষণের মধ্যে ম্যাজিকের মতো কাজ করবেন।

 

ভিনিগারও স্টিকারের জেদি দাগ পরিষ্কারে দারুণ কাজ করে। মেঝেতে খুব বেশিক্ষণ ভিনিগার দিয়ে রাখবেন না। তাতে রং বদলের সম্ভাবনা তৈরি হয়।

রঙ্গোলির স্টিকার মেঝে থেকে তোলার আগে বেশ কয়েকটি কথা মাথায় রাখা প্রয়োজন। সেগুলি হল:

যে মিশ্রণ দিয়ে রঙ্গোলির স্টিকার তুলছেন, সেটি মেঝের কোনও এক কোণে প্রথমে ঢেলে রাখুন। দেখে নিন মেঝের রং পরিবর্তন হয়ে যাচ্ছে কিনা। সেই অনুযায়ী ওই মিশ্রণ ব্যবহার করুন।

আপনার ব্যবহার করা রাসায়নিক মেঝের ক্ষতি করতে পারে। তাই চেষ্টা করুন রাসায়নিক ব্যবহার না করতে।

খুব বেশি জোরে ঘষবেন না। তাতে মেঝের ক্ষতি হতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দীপাবলিতে গৃহসজ্জায় রঙ্গোলি খুব গুরুত্বপূর্ণ। কেউ কেউ নিজে হাতে বাড়িতে রঙ্গোলি আঁকেন।
  • উৎসবের মরশুম শেষে হাতে তৈরি রঙ্গোলি উঠে যায় সহজেই।
  • রঙ্গোলি স্টিকার নিয়ে যত ঝক্কি। ভিনিগার-সহ বেশ কয়েকটি ঘরোয়া জিনিসপত্রে রঙ্গোলি স্টিকার তোলা সম্ভব।
Advertisement