সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর সময় ফুল প্রায় প্রত্যেক গৃহস্থ বাড়িতেই ব্যবহার করা হয়। দিন পেরতে না পেরতেই সিংহাসনে থাকা ফুল বাসি। শুকনো ফুল তুলে সিংহাসন পরিষ্কার করেন গৃহিণী। আর তা ফেলে দেওয়া হয়। তবে জানেন কী, পুজোয় ব্যবহৃত শুকনো ফুলই বাগান পরিচর্যার ব্রহ্মাস্ত্র। ঘরোয়া পদ্ধতিতে সামান্য কসরতেই শুকনো ফুল দিয়ে তৈরি করা যেতে পারে সার। তাই রোজকার বাসি ফুল ফেলে দেওয়ার আগে জেনে নিন সার তৈরির পদ্ধতি।
* সিংহাসন পরিষ্কারের সময় প্রথমে পূজা বর্জ্য চরিত্র অনুযায়ী আলাদা করুন। যেমন - শুকনো ফুলের সঙ্গে শুকনো ফুল রাখুন। তেমনই আবার বেলপাতা, কলাপাতা, দূর্বা আলাদা করে রাখুন।
* বাগান থাকলে পিছনের দিকে একটি জায়গায় সেগুলি আলাদা আলাদা করে ফেলে রাখুন। আবার ব্যালকনি হলে সেখানে আলাদা আলাদা বিনে পূজা বর্জ্য রেখে দিন।
* নাইট্রোজেন, কার্বন সমৃদ্ধ সার চাইলে আলাদা করে মিশ্রণ তৈরি করতে হবে। শুকনো গাঁদা, জবা, জুঁইয়ের সঙ্গে সবুজ পাতার সঙ্গে ফেলে দেওয়া খাবার মিশিয়ে নাইট্রোজেন সমৃদ্ধ সার তৈরি সম্ভব। কার্বন সমৃদ্ধ সার তৈরির ক্ষেত্রে শুকনো কলাপাতা, নারকেল, কাগজ একসঙ্গে মেশাতে হবে।
* মাটিতে মেশানোর সময় অবশ্যই সারের পরিমাণ বুঝে দিন। নইলে অতিরিক্ত সারের প্রভাবে গাছের ক্ষতি হতে পারে।
* সার তৈরির সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার পূজা বর্জ্যের সঙ্গে ভুল করেও কাপড়ের ফুল যেন না মিশে যায়। তাতেও গাছের ক্ষতির সম্ভাবনা রয়েছে।
* এই বর্জ্য যাতে বাড়ির খুদে সদস্যের হাতে না চলে আসে, সেদিকে নজর রাখুন।
* যখন বাগানে গাছের গোড়ায় বাড়িতে তৈরি সার দেবেন তখন অবশ্যই গ্লাভস পরুন। নইলে হাতের ক্ষতি হতে পারে।
* আর অবশ্যই সার ব্যবহার করে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। নইলে পেটের সমস্যা হতে পারে।
