সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৌষের শীতে জবুথবু সকলে। লেপ-কম্বল থেকে বেরতে চাইছেন না কেউই। পোষ্যের গায়েও উঠেছে জামা-সোয়েটার। তবে অনেকেই আছেন যারা এই শীতেও পোষ্যদের নিয়মিত স্নান করান। কিন্তু জানেন কি স্নান থেকে খাওয়া-দাওয়া, সবক্ষেত্রেই শীতে চারপেয়েদের প্রয়োজন অতিরিক্ত যত্ন। নাহলেই ভয়ংকর বিপদ! চলুন আজ জেনে নিন শীতে কীভাবে যত্ন নেবেন পরিবারের চারপেয়ে সদস্যের।
বিশেষজ্ঞরা বলেন, বছরের কোনও মরশুমেই কুকুরদের নিয়মিত স্নান করানো ঠিক নয়। তাতে ওদের ত্বকে সমস্যা দেখা যায়। শীতকালে খুব প্রয়োজন হলে সপ্তাহে একদিন স্নান করাতেই পারেন। তবে সেটাও আবহাওয়া বুঝে। যদি দেখেন কুয়াশায় মোড়া স্যাঁতস্যাঁতে পরিবেশ, তাহলে ভুলেও ওইদিনে পোষ্যকে স্নান করাবেন না। রোদ ঝলমলে দিনে সকাল সকাল স্নান করাতে পারেন চারপেয়েকে। মনে রাখবেন, পশম ভেজা থাকলে ঠান্ডা লেগে যেতে পারে। তাই অবশ্যই ভালো করে গা মুঝিয়ে দিতে হবে। অত্যন্ত প্রয়োজনে ড্রায়ার ব্যবহার করতে পারেন। তবে না করাই ভালো। কারণ, ড্রায়ার পশম ও ত্বকের ক্ষতি করে। দেখবেন, একবিন্দু জলও যেন না থাকে। তবে চেষ্টা করবেন প্রতিদিন ভালো করে পশম আঁচড়ে দেওয়ার।
সকাল-বিকেল নিশ্চয়ই পোষ্যকে নিয়ে হাঁটতে বের হন? পারদ যেভাবে প্রতিদিন নিম্নমুখী হচ্ছে, তাতে ভুলেও জামা ছাড়া বাইরে নেবেন না। বড় পশমযুক্ত কুকুর হলে হালকা কিছু পরানোর চেষ্টা করবেন। ঘরে ফেরার পর অবশ্যই পরিস্কার করবেন থাম্বপ্যাড। রাতেও চেষ্টা করুন ওদের গরম কাপড়ের ভিতর রাখার। এর পাশাপাশি খাবার নিয়ে সতর্ক হতে হবে। অবশ্যই বেশি করে জল খাওয়ান। যদি দীর্ঘদিন ধরে সর্দি-কাশি না সারে বা চোখ থেকে জল পড়ে তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে নিয়ে যায়। সমস্যা ফেলে রাখবে পরবর্তীতে বড় আকার ধারণ করতে পারে।
