shono
Advertisement

Breaking News

Home Decor Tips

ভাগ্য সায় দিচ্ছে না? বাড়ি থেকে এই জিনিসগুলি আজই বিদায় করুন

বাস্তুশাস্ত্রবিদদের মতে, বাড়িতে থাকা জিনিসপত্রের সঙ্গেও রয়েছে ভাগ্যের যোগ।
Published By: Sayani SenPosted: 04:38 PM Nov 23, 2025Updated: 04:38 PM Nov 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও কিছুতেই ভাগ্য সায় দিচ্ছে না? যে কাজ করতে যাচ্ছেন তাতেই বাধা? বাস্তুশাস্ত্রবিদদের মতে, বাড়িতে থাকা জিনিসপত্রের সঙ্গেও রয়েছে ভাগ্যের যোগ। বেশ কয়েকটি জিনিসপত্র বাড়ি থেকে বের করে দেওয়া প্রয়োজন। তাতেই ফিরবে ভাগ্য।

Advertisement

বাড়িতে থাকা ভাঙা কাচ ভুলেও রাখবেন না। তাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ভাঙা কাচ বাড়ি থেকে বের করে দিন। তাতে ফিরবে ভাগ্য।

ছেঁড়া, পুরনো জুতো অনেক সময় পরা হয় না। কিন্তু তা পড়ে থাকে শু ব়্যাকে। এই অভ্যাস কি আপনারও রয়েছে? তবে আজই বদলে ফেলুন। যত তাড়াতাড়ি সম্ভব ছেঁড়া, পুরনো জুতো বাড়ি থেকে বের করে দিন। তাতেই ফিরবে ভাগ্য।

অনেকেই ব্যালকনি সাজাতে গাছ বসান। মাঝে মাঝে পরিচর্যার অভাবে গাছ শুকিয়ে যায়। ব্যস্ততার মাঝে গাছের প্রতি নজর দেওয়া হয় না। বাড়িতে শুকনো গাছ রাখবেন না। বাস্তুশাস্ত্রবিদদের মতে, তাতে গৃহস্থের স্বাস্থ্যহানি হতে পারে। আর্থিক ক্ষতিরও সম্ভাবনা থাকে। তাই যত তাড়াতাড়ি সম্ভব শুকনো গাছ এবং শূন্য টব বাড়ি থেকে বের করে দিন।

ভাঙা কাপ, প্লেট এবং পুরনো বাসন বাড়ি থেকে বের করে দিন। নইলে সংসারে অশান্তির আশঙ্কা থাকে। তাই ভুল করেও তা বাড়িতে রাখবেন না।

অনেক সময় বাড়িতে পুরনো বিল, কাগজপত্র জমা হতে থাকে। তার ফলে ঘরে জায়গার অভাব তৈরি হয়। আবার তেমনই নেতিবাচক শক্তির প্রভাবও পড়ে। বাস্তুশাস্ত্রবিদদের মতে, তা থেকে গৃহস্থের মানসিক উদ্বেগ তৈরি হয়। তাই যত তাড়াতাড়ি পুরনো কাগজপত্র, বিল বাড়ি থেকে বের করে দিন।

বাড়িতে অব্যবহার্য পুরনো ঘড়িও রাখবেন না। তার প্রভাবে গৃহশান্তি নষ্ট হতে পারে। তাই পুরনো ঘড়ি ফেলে দেওয়াই উচিত।

বাস্তুশাস্ত্রবিদদের মতে, অব্যবহার্য জিনিসপত্র বাড়িতে থাকাই অশুভ লক্ষণ। তাই ভুল করে এই কাজ করবেন না। পরিবর্তে সবসময় ঘর পরিষ্কার রাখার চেষ্টা করুন। তাতেই হবে সংসারের শ্রীবৃদ্ধি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাস্তুশাস্ত্রবিদদের মতে, অব্যবহার্য জিনিসপত্র বাড়িতে থাকাই অশুভ লক্ষণ। তাই ভুল করে এই কাজ করবেন না।
  • পরিবর্তে সবসময় ঘর পরিষ্কার রাখার চেষ্টা করুন।
  • তাতেই হবে সংসারের শ্রীবৃদ্ধি।
Advertisement