shono
Advertisement
Bag

বর্ষায় ব্যাগের দফারফা? জেনে নিন কীভাবে নেবেন যত্ন

আলমারিতে রেখে দেওয়া ব্যাগ পরিষ্কার করবেন কীভাবে?
Published By: Sayani SenPosted: 06:40 PM Aug 08, 2024Updated: 06:44 PM Aug 08, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডার বলছে শ্রাবণের শেষ। আকাশে মেঘ রোদ্দুরের লুকোচুরি লেগেই রয়েছে। অঝোর বৃষ্টিতে কখনও পোশাক তো কখনও ব্যাগ ভিজে যাওয়া যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গিয়েছে। তার ফলে শখ করে কেনা দামি হাতব্যাগের দফারফা। ব্যাগ তো নষ্ট হলই, সঙ্গে আবার মনখারাপ। তাই ব্যাগের যত্ন নিন। কয়েকটি সহজ টিপসে এই সমস্যা থেকে মিলতে পারে মুক্তি।

Advertisement

সব মহিলার কাছেই চামড়ার ব্যাগ থাকে। বর্ষাকালে ব্যাগে ছত্রাক পড়ে যাওয়ার সমস্যা প্রায়শয়ই হয়। গন্ধও হয়ে যায় ব্যাগে। এই সমস্যা থেকে রেহাই পেতে একটি পাত্রে সাবান জল গুলে নিন। কিছুক্ষণের জন্য সাবান ব্যাগে মাখিয়ে রাখুন। নরম সুতির কাপড় দিয়ে ব্যাগটি মুছে নিন।

এ তো গেল ব্যাগের বাইরের অংশ পরিচর্যার কথা। ব্যাগের ভিতরও সমানভাবে পরিষ্কার করা প্রয়োজন। ব্যাগ উলটে মাঝে মাঝে ভালো করে ঝেড়ে নিন। ভিতরের লাইনিংগুলি পরিষ্কারের জন্য পুরনো টুথব্রাশকে কাজে লাগাতে পারেন।

[আরও পড়ুন: বৃষ্টিতে ভেজা জুতো-মোজার দুর্গন্ধে নাজেহাল? মুশকিল আসান হবে এই টোটকায়]

সুতির কাপড়ের ব্যাগ নষ্ট হওয়ার সম্ভাবনা তুলনামূলক অনেক কম। খুব সোজা পদ্ধতিতে ব্যাগ পরিষ্কার করা সম্ভব। সুতির কাপড়ের ব্যাগে ধুলো পড়লে পরিষ্কারের জন্য পুরনো টুথব্রাশ ব্যবহার করতে পারেন।

আর জলে ভিজে গেলে তা ভাল করে ধুয়ে শুকিয়ে নিন। সেক্ষেত্রে সাবান দিয়ে হালকা হাতে ধুয়ে নিন। জল না নিংড়ে দড়িতে টাঙিয়ে দিন। জল ঝড়িয়ে হালকা রোদে শুকিয়ে নিন।

বেশিরভাগ মহিলারই ব্যাগের কালেকশন থাকে অনেক। আলমারিতে দীর্ঘদিন ব্যাগ তুলে রাখলে নষ্ট হওয়ার সম্ভাবনা বাড়ে। তাই ব্যাগ নষ্টের হাত থেকে বাঁচাতে ভিতরে ছোট বালিশ রাখতে পারেন। এছাড়া বাজারে বিক্রি হওয়া 'ডাস্টব্যাগে'র ভিতরে ব্যাগ ঢুকিয়ে রাখতে পারেন। তাহলে আলমারিতে থাকা ব্যাগও দীর্ঘদিন ভালো থাকবে।

[আরও পড়ুন: রুপোর গয়নায় কালচে দাগ! ঝকঝকে করুন মাত্র ২ মিনিটে, রইল দারুণ টিপস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বর্ষাকালে ব্যাগে ছত্রাক পড়ে যাওয়ার সমস্যা প্রায়শয়ই হয়। গন্ধও হয়ে যায় ব্যাগে।
  • কিছুক্ষণের জন্য সাবান ব্যাগে মাখিয়ে রাখুন। নরম সুতির কাপড় দিয়ে ব্যাগটি মুছে নিন।
  • ধুলোবালি থেকে বাঁচাতে ব্যাগ 'ডাস্টব্যাগে' ভরে রাখুন।
Advertisement