shono
Advertisement
Sofa

ভ্যাকিউম ক্লিনার নেই? ঘরোয়া পদ্ধতিতে এভাবেই করুন সোফা পরিষ্কার

ড্রয়িংরুমে থাকা সোফাকে সারাক্ষণ ঝকঝকে রাখবেন কীভাবে?
Published By: Sayani SenPosted: 05:06 PM Apr 26, 2025Updated: 05:06 PM Apr 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোফা না থাকলে বাড়ির ড্রয়িংরুম যেন সম্পূর্ণ নয়। আর তা রোজকার ব্যবহারে অপরিষ্কার হওয়াই স্বাভাবিক। বাড়িতে ভ্যাকিউম ক্লিনার না থাকলেই মুশকিল। কীভাবে সোফা পরিষ্কার করবেন, তা ভেবে মাথায় হাত পড়ে অনেকের। তবে ভ্যাকিউম ক্লিনার না থাকলেও ঘরোয়া পদ্ধতিতে সোফা পরিষ্কার সম্ভব। জেনে নিন সহজ পন্থা।

Advertisement

১. সোফাতে ধুলো ময়লা ঢুকে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। অল্প নোংরা হলে নরম ব্রাশ দিয়ে ঝেড়ে নিতে পারেন। একই পন্থা পরিষ্কার করতে পারেন কুশনও।
২. তবে ধুলোর চেয়ে দাগ লেগে যাওয়ার সম্ভাবনা কয়েকগুণ বেশি। সেক্ষেত্রে শুধু নরম ব্রাশের পরিবর্তে ঘরোয়া পন্থায় সোফা পরিষ্কার করতে পারেন।
৩. একটি বালতিতে সাবান ও জল মিশিয়ে নিন। পরিষ্কার কাপড় সাবান জলে ডুবিয়ে তা দিয়ে সোফা মুছে নিন। শুকনো তোয়ালে দিয়ে মুছুন।
৪. বেকিং সোডা এবং ভিনিগারের মিশ্রণ দিয়েও সোফা পরিষ্কার করতে পারেন। এই মিশ্রণ ১৫-২০ মিনিট ধরে সোফায় স্প্রে রাখার পর শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। তাতেই আবার নতুনের মতো ঝকঝকে হবে সোফা।
৫. লেবু ও নুনের মিশ্রণে উঠবে সোফার ছিটছিটে কালো দাগ। ওই দাগের উপর কমপক্ষে ১০-১৫ মিনিট আগে মিশ্রণ দিয়ে দিন। তারপর ভালো করে ঘষে মুছে ফেলুন।
৬. খুব হালকা নোংরা হলে গরম জল এবং শুকনো কাপড়ও সোফার ময়লা তোলার পক্ষে যথেষ্ট।
৭. অলিভ অয়েল এবং ভিনিগারের মিশ্রণেও সোফায় লেগে থাকা দাগ পরিষ্কার করা সম্ভব।
৮. ওয়েট টিস্যুর সাহায্যে সোফার দাগ তুলতে পারেন।

আপনার ড্রয়িংরুমে থাকা সোফাকে সারাক্ষণ ঝকঝকে রাখার জন্য অবশ্য রয়েছে কিছু টিপস। সেগুলি হল:

১. প্রতিদিন কমপক্ষে একবার করে নরম কাপড় দিয়ে সোফা ও কুশন ঝেড়ে নিন।
২. নরম ব্রাশ দিয়ে সপ্তাহে একদিন অবশ্যই সোফার ধুলে ঝেড়ে ফেলুন।
৩. প্রয়োজনে সোফার কভারও ব্যবহার করতে পারেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভ্যাকিউম ক্লিনার না থাকলেও সোফা পরিষ্কার সম্ভব।
  • সোফাতে ধুলো ময়লা ঢুকে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। অল্প নোংরা হলে নরম ব্রাশ দিয়ে ঝেড়ে নিতে পারেন। একই পন্থা পরিষ্কার করতে পারেন কুশনও।
  • প্রয়োজনে সোফার কভারও ব্যবহার করতে পারেন।
Advertisement