shono
Advertisement

Breaking News

Indoor Plants

বাড়িতে ঢোকে না সূর্যালোক? কুছ পরোয়া নেহি, কম আলোতেও ঘরের শোভা বাড়াবে এই গাছগুলি

ঘরে পর্যাপ্ত আলো না পৌঁছানোয় বাড়িতে শখের গাছ রাখতে পারেন না অনেকেই। বাড়িতে পর্যাপ্ত রোদ আসে না বলে কি নিজের সখ বিসর্জন দেবেন? একেবারেই না।
Published By: Arani BhattacharyaPosted: 06:47 PM Jan 21, 2026Updated: 06:51 PM Jan 21, 2026

অন্দরমহল বড় হোক কিংবা কম পরিসরের, বাড়ির ভিতর গাছ রাখতে পছন্দ করেন না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু ঘরে পর্যাপ্ত আলো না পৌঁছানোয় বাড়িতে শখের গাছ রাখতে পারেন না অনেকেই। বাড়িতে পর্যাপ্ত রোদ আসে না বলে কি নিজের শখ বিসর্জন দেবেন? একেবারেই না। জেনে নিন অন্দরমহলে কম আলো ঢুকলেও তাতে কোন কোন গাছ অনায়াসেই রাখতে পারবেন।

Advertisement

কাস্ট আয়রন প্ল্যান্ট, এই গাছ খুব কম আলোতেই অনায়াসে সতেজ থাকে। তাই বাড়িতে কোনো ইনডোর প্ল্যান্ট রাখতে চাইলে সেই তালিকায় প্রথমেই আপনার পছন্দ হোক এই গাছ।

পার্লার পাম, বেশিরভাগ পাম গাছেরই বেড়ে ওঠা ও বেঁচে থাকার জন্য প্রচুর পরিমাণে আলোর প্রয়োজন হয়। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম পার্লার পাম। এই গাছ খুব কম আলোতে ঘরের ভিতরেই থাকে সতেজ। শুধু তাই নয় ঘরের শোভা বাড়াতেও বিশেষভাবে নজর কাড়ে এই গাছ।

পিস লিলি, ইনডোর প্ল্যান্ট হিসেবে বিশেষভাবে এই গাছ সকলের পছন্দের। শুধুই ইনডোর প্ল্যান্ট হিসেবেই নয়, বরং পিস লিলির সাদা ফুলও ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। ফুল, সতেজ সবুজ তো আছেই। একইসঙ্গে এই গাছ যেভাবে কম আলোতেও বেঁচে থাকতে পারে তাঁর জন্যও অনেকের পছন্দের তালিকায় রয়েছে এই পিস লিলি।

পথোস, এই গাছ অনায়াসে আপনার অন্দরমহলে সতেজভাবে বেঁচে থাকার রসদ খুঁজে নেয়। একইসঙ্গে কম আলোতেও এর পাতা থাকে সবুজ। ঘরের যে কোনও প্রান্ত এমনকী স্নানঘরেও এই গাছ আপনি রাখতে পারেন অনায়াসে।

জেড প্ল্যান্ট, শুধু কম আলোতেই বেঁচে থাকতে পারে এমনটা নয়। একইসঙ্গে কম জল পেলেও এই ইনডোর প্ল্যান্ট অনায়াসে বেঁচে থাকতে পারে। এর কাণ্ডে থাকে জল, যা এই গাছ বেঁচে থাকার ক্ষেত্রে সাহায্য করে। তাই কম আলো তো বটেই, একইসঙ্গে বেশ কয়েকদিন এই গাছে জল না দিলেও তা অনায়াসে বেঁচে থাকতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement