shono
Advertisement
Kali Puja 2025

দীপাবলির আলোয় বাড়িতে পোকার উপদ্রব? জেনে নিন মুক্তির উপায়

পোকার উপদ্রবে গৃহস্থের যাচ্ছে তাই দশা!
Published By: Sayani SenPosted: 05:26 PM Oct 20, 2025Updated: 05:26 PM Oct 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলি মানে আলোর উৎসব। বাড়ি থেকে রাস্তা - সর্বত্র হরেকরকম আলোর মেলা। কেউ বাড়িতে জ্বালিয়েছেন হালফিলের রকমারি বাল্ব তো কারোর বাড়িতে টুনি আলো। আর তার আকর্ষণে বাড়িতে পোকার ভিড়। গৃহস্থের যাচ্ছে তাই দশা! পোকা তাড়াতে সবসময় বাড়িতে রাসায়নিক ব্যবহার সম্ভব নয়। পরিবর্তে পোকা তাড়াতে ঘরোয়া পন্থার সাহায্য নিতে পারেন। তাতেই মিলবে রেহাই।

Advertisement

** সাধারণত সাদা, উজ্জ্বল আলোর প্রতি পোকারা বেশি আকর্ষণ অনুভব করে। কারণ, তারা এই ধরনের আলোকে প্রাকৃতিক আলো ভেবে ভুল করে। তাই বাড়িতে কালীপুজোয় এই ধরনের আলো লাগানো বন্ধ করুন। পরিবর্তে রঙিন আলো ব্যবহার করতে পারেন। মৃদু হলদেটে আলো ব্যবহার করলেও পোকার উপদ্রব থেকে রেহাই পেতে পারেন।

** পিপারমিন্ট, ল্যাভেন্ডার, ইউক্যালিপটাস অয়েলের মিশ্রণ বাড়ির জানলা, দরজা-সহ নানা জায়গায় স্প্রে করে রাখুন। ওই গন্ধে পোকার উপদ্রব কমবে। এছাড়া ওই তেলে ভেজানো তুলো বাড়ির কোণায় কোণায় ফেলে রাখতে পারেন। তাতেও সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব।
** বাড়ির ভিতরে কিংবা বাইরে আলো কোথায় লাগাবেন, সঠিক জায়গা নির্বাচনেও পোকার উপদ্রব থেকে রেহাই পেতে পারেন। বাইরে কোনও অনুষ্ঠান হলে একেবারে কোণের দিকে আলো লাগান। বাড়ির ভিতর অনুষ্ঠান হলে ঠাকুরের সিংহাসনের কাছে আলোর বন্দোবস্ত করুন।

 

 

** ব্যালকনি বা ছাদে অনেক গাছ রাখা আছে? পোকার উপদ্রব থেকে বাঁচতে বাড়ির আশেপাশে থাকা গাছের পরিচর্যা প্রয়োজন। ছোট করে কেটে দিন। যাতে পাতার ভিড়ে পোকার সমস্যা না হয়।

** অপ্রয়োজনীয় আলো বাড়ির আশেপাশে লাগাবেন না। বরং তা যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে নিন। নইলে অযথা অতিরিক্ত আলোয় বিদ্যুৎ খরচের পাশাপাশি পোকার উপদ্রবও বাড়বে।

তাই দীপাবলির সন্ধ্যা থেকেই এই পদ্ধতি অবলম্বন করুন আর পোকার হাত থেকে রেহাই পান।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দীপাবলি মানে আলোর উৎসব। বাড়ি থেকে রাস্তা - সর্বত্র হরেকরকম আলোর মেলা।
  • আর তার আকর্ষণে বাড়িতে পোকার ভিড়। গৃহস্থের যাচ্ছে তাই দশা!
  • পোকা তাড়াতে সবসময় বাড়িতে রাসায়নিক ব্যবহার সম্ভব নয়। পরিবর্তে পোকা তাড়াতে ঘরোয়া পন্থার সাহায্য নিতে পারেন।
Advertisement