সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কারও শীত বেশি লাগে, কারও কম। যাঁদের শীতের অনুভূতি কম, তাঁরা তো এই সময়টায় দিব্যি থাকেন। কিন্তু যাঁরা শীতকাতুরে? শীতের এই সময়ে তাঁদের বড় ঠান্ডা লাগে। ঘরের ভিতরে থাকলেও যেন হাড়ে কাঁপুনি ধরে। একটু আরামে থাকতে অনেকেই বাড়িতে হিটার চালিয়ে রাখেন। কিন্তু বিশেষজ্ঞদের একাংশ বলছেন, হিটার সর্বনাশা। যেকোনও মুহূর্তে বড়সড় বিপদ ডেকে আনতে পারে এই বৈদ্যুতিন যন্ত্র। তাই আজই সাবধান হোন। জেনে নিন হিটার ব্যবহারে শারীরের কী ক্ষতি হতে পারে। আর ব্যবহারের ক্ষেত্রে কী কী সতর্কতাই বা অবলম্বন করা প্রয়োজন।
ছবি: সংগৃহীত
বিশেষজ্ঞরা বলছেন, হিটার ব্যবহারকারীরা একাধিক শারীরিক সমস্যায় ভোগেন। সেগুলি হল:
- শুষ্ক ত্বকের সমস্যা
- চোখ জ্বালার অনুভূতি
- কনজাংটিভাইটিস
- চোখ চুলকানো
- চোখে লালভাব
- অ্যালার্জি
শারীরিক সমস্যা থেকে রেহাই পেতে চাইলে হিটার ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। নাহলেই বড়সড় বিপদ হতে পারে। জেনে নিন ঠিক কী কী সতর্কতা নেওয়া দরকার।
- বিছানার কাছে হিটার রাখবেন না।
- হিটার তোষক, কম্বল, কাগজ থেকে দূরে রাখতে হবে।
- কার্পেট, কাঠ অথবা প্লাস্টিকের কোনও জিনিসের উপর হিটার রাখবেন না।
- শক্ত, দাহ্য নয় এমন সামগ্রীর উপর হিটার রাখুন।
- বাড়িতে পোষ্য কিংবা কচিকাঁচা থাকলে আরও সাবধান হোন। তারা যাতে কোনওভাবে হিটারের কাছাকাছি না যায়, সেদিকে খেয়াল রাখুন।
ছবি: সংগৃহীত
- হিটার একটানা ঘরে চললে কার্বন মনোক্সাইড উৎপাদন হতে পারে। আর তার থেকে প্রাণহানিও অসম্ভব কিছুই নয়। তাই ঘুমোতে যাওয়ার আগে কিংবা বাড়ি থেকে বেরনোর সময় হিটার বন্ধ করতে ভুলবেন না।
- হিটার ঘরে চলার সময় কারও মাথা যন্ত্রণা, অস্বস্তি, পেটে ব্যথা, বমি, ক্লান্তিবোধ হলে সাবধান হোন। তড়িঘড়ি হিটার বন্ধ করুন। ঘরের জানলা, দরজা খুলে দিন।
শীতের প্রভাব এখন কলকাতায় খুব একটা নেই। তবে গ্রাম-মফস্বলের দিকে ভালোই ঠান্ডা পড়ছে। তাই নিজের কিংবা পরিবারের সদস্যদের বিপদে ফেলতে না চাইলে সাবধানে হিটার ব্যবহার করুন।