shono
Advertisement

Breaking News

Lifestyle News

রাস্তায় কুড়িয়ে পাওয়া এসব জিনিস ভুলেও বাড়িতে আনবেন না, হতে পারে সর্বনাশ!

পথে চলতে চলতে মূল্যবান জিনিস পেলে তা পকেটে পুরে ঘরে ফেরা অনেকেরই অভ্যাস।
Published By: Buddhadeb HalderPosted: 08:36 PM Nov 10, 2025Updated: 08:37 PM Nov 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তায় বেরিয়ে কি জিনিস কুড়িয়ে পকেটে নেওয়ার অভ্যেস রয়েছে? তাহলে সাধু সাবধান। পথে চলতে চলতে মূল্যবান জিনিস পেলে তা পকেটে পুরে ঘরে ফেরা অনেকেরই অভ্যাস। কিন্তু এই আপাত নিরীহ অভ্যাসটি আপনার জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। জ্যোতিষ ও বাস্তু মতে, রাস্তায় কুড়িয়ে পাওয়া এসব জিনিস আপনার গৃহে নেগেটিভ এনার্জির সঞ্চার করে। এর ফলে দুর্ভাগ্য, আর্থিক ক্ষতি বা অন্য কোনও সমস্যা প্রবেশ করতে পারে আপনার জীবনে। তাই পথে পাওয়া জিনিস স্পর্শ করার আগে দু'বার ভাবুন। কারণ এই অভ্যাস হতে পারে আপনার মারাত্মক ক্ষতির কারণ। এক্ষেত্রে কোন কোন জিনিসগুলো এড়িয়ে চলবেন জেনে নিন।

Advertisement

কুমকুম বা সিঁদুর: রাস্তায় পড়ে থাকা সিঁদুর বা কুমকুম কুড়িয়ে আনা অত্যন্ত অশুভ বলে বিবেচিত। এটি মূলত তন্ত্রক্রিয়া, নজর দোষ বা দুর্ভাগ্য দূর করতে ব্যবহৃত হয়। অনেকেই তা বিভিন্ন তান্ত্রিক ক্রিয়ায় রাস্তায় ফেলে ছড়িয়ে রাখে। পা দিয়ে পাড়িয়ে গেলে বা কুড়িয়ে হাতে নিলে বড় ধরনের ক্ষতি, পারিবারিক অশান্তি বা আর্থিক দেনা দেখা দিতে পারে।

পোড়া নারকেল: পোড়া নারকেল সাধারণত পূজা বা বিশেষ উপাচারে ব্যবহৃত হওয়ার পর তা পুকুর বা গঙ্গায় ফেলে দিতে হয়। এটি কুড়িয়ে বাড়িতে আনলে সমস্ত দুর্ভাগ্য বা অশুভ শক্তি আপনার ঘাড়ে চেপে বসতে পারে। বাস্তুশাস্ত্র ও জ্যোতিষ মতে, এর ফলে পরিবারে রোগ, শোক এবং আর্থিক সংকটের আশঙ্কা বহুগুণ বেড়ে যায়।

চুলের গোছা: ছোট বাচ্চারা অনেক সময় না বুঝে রাস্তায় কুড়িয়ে পাওয়া চুলের গোছা বা চুল ঘরে নিয়ে আসে। অনেক তন্ত্রসাধক এবং অশুভ শক্তি দ্বারা আক্রান্ত ব্যক্তিরা তাদের সমস্যা বা রোগ দূর করতে চুল ফেলে দেয়। যদি কেউ সেই চুল কুড়িয়ে নিজের কাছে রাখে, তবে ওই নেগেটিভ প্রভাব সরাসরি সেই ব্যক্তি বা তার পরিবারে এসে পড়ে।

পুতুল: রাস্তায় পড়ে থাকা পুতুল প্রায়শই তন্ত্র বা বশীকরণ কাজে ব্যবহৃত হয়। বাচ্চারা সেই পুতুল নিয়ে নিজের কাছে রাখতে পারে। আসলে এই পুতুল কারও দুর্ভাগ্য বা রোগ দূর করার জন্য তন্ত্র ক্রিয়ায় ব্যবহৃত হওয়ার পর ফেলে দেওয়া হয়। এই ধরনের পুতুল কুড়িয়ে ঘরে আনলে সেই অশুভ শক্তি আপনার সংসার তছনছ করে দিতে পারে। এতে গুরুতর স্বাস্থ্য সমস্যা, এমনকী মানসিক অস্থিরতা সৃষ্টি হতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জ্যোতিষ ও বাস্তু মতে, রাস্তায় কুড়িয়ে পাওয়া এসব জিনিস আপনার গৃহে নেগেটিভ এনার্জির সঞ্চার করে।
  • এর ফলে দুর্ভাগ্য, আর্থিক ক্ষতি বা অন্য কোনও সমস্যা প্রবেশ করতে পারে আপনার জীবনে।
  • এক্ষেত্রে কোন কোন জিনিসগুলো এড়িয়ে চলবেন জেনে নিন।
Advertisement