shono
Advertisement
Lifestyle News

খাবার টেবিলে অবাঞ্ছিত জিনিস অস্বস্তি বাড়ায়? চটজলদি এই উপায়ে ভোল পালটে ফেলুন

জানুন খাবার টেবিলের সাজকৌশল।
Published By: Arani BhattacharyaPosted: 09:29 PM Oct 11, 2025Updated: 09:29 PM Oct 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির খাবার টেবিলে বহু রকমের জিনিস সাজিয়ে রেখে দেওয়া, এই ছবি কমবেশি প্রায় সব বাড়িতেই দেখা যায়। খাবার টেবিলে ভিড় করে রয়েছে আচারের শিশি, জলের বোতল, থালা, গ্লাস, নুন-গোলমরিচের কৌটো ইত্যাদি। আর খাবার টেবিলে এত পরিমাণে জিনিস রাখার ফলে আপনার খাবার খাওয়ার সময় টেবিলে জায়গা বের করে খাবারের প্লেট সাজিয়ে বসা হয় দুষ্কর। জেনে নিন এই সমস্যা থেকে কীভাবে মুক্তি পাবেন। জানুন খাবার টেবিলের সাজকৌশল।

Advertisement

প্রথমেই যা করতে পারেন তা হল একঘেয়ে ভাব কাটাতে পালটে ফেলুন খাবার টেবিলের ম্যাট ও কোস্টার। বিশেষ করে উৎসবের দিনগুলতে খাবার টেবিলের ভোল এভাবে পালটে ফেলার চেষ্টা করুন বিশেষভাবে। তাহলে পরিবারের সঙ্গে খেতে বসে একঘেয়ে লাগবে না আপনার সাধের খাবার টেবিল।

টেবিলকে একটু অন্যভাবে সাজাতে ছোট পাত্রে কোনও ইনডোর প্ল্যান্ট রাখতেই পারেন। এক টুকরো সবুজের ছোঁয়ায় পালটে যাবে একঘেয়ে খাবার টেবিলের ভোল। চাইলে গাছের বদলে সুগন্ধী মোম বা ফুলও রাখতে পারেন।

চাইলে টেবিলের মাঝখানে রাখতে পারেন কাঠ বা মাটির তৈরি কোনও শো-পিস বা অল্পস্বল্প ক্রকারি বা কাটলারি সেট। তবে মাথায় রাখবেন টেবিল সাজানোর সময় যেন বেশি জিনিস দিয়ে টেবিল সাজাবেন না। তাতে খুব একটা পরিবরত আসবে না।

খাবার টেবিল সাজানো মানেই দামি জিনিস দিয়ে তা সাজাতে হবে এমন একেবারেই নয়। তাই সাধ ও সাধ্যের কথা মাথায় রেখে মনপসন্দ জিনিস দিয়ে সাজান আপনার সাধের খাবার তেবিলটি। তাতে খাওয়ার সময় এক আলাদা পরিতৃপ্তি পাবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রথমেই যা করতে পারেন তা হল একঘেয়ে ভাব কাটাতে পালটে ফেলুন খাবার টেবিলের ম্যাট ও কোস্টার।
  • টেবিলকে একটু অন্যভাবে সাজাতে ছোট পাত্রে কোনও ইনডোর প্ল্যান্ট রাখতেই পারেন।
  • এক টুকরো সবুজের ছোঁয়ায় পালটে যাবে একঘেয়ে খাবার টেবিলের ভোল। চাইলে গাছের বদলে সুগন্ধী মোম বা ফুলও রাখতে পারেন।
Advertisement