সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই পুজো-পার্বণে অর্থাৎ উৎসবের মরশুমে বড়ির অন্দরমহলের একটু বেশিই যত্ন নিতে হয় বৈকি। উৎসবের মরশুম শুরুর আগে একরকমের ব্যস্ততা থাকে বাড়িঘর ঝকঝকে করে তোলার। আর তা শেষ হয়ে যাওয়ার পরও বাড়িঘর পরিষ্কার করে তোলার মতো একটা বড় বিষয় থাকে। পুজো আসার সঙ্গে সঙ্গে বিছানার নতুন চাদর পাতার রীতি প্রায় সকলের বাড়িতেই রয়েছে। তবে নতুন চাদর পাতা থেকে ঘর সাজানো, অতিথি আপ্যায়ন সবকিছু মিটে যাওয়ার পর বাড়ির বিছানা পরিষ্কার করে তার বিশেষ যত্ন নেওয়াও ভীষণ প্রয়োজন। কীভাবে তা করবেন জেনে নিন।
পুজো-পার্বণ মিটে যাওয়ার পর আপনার বাড়ির মতোই বিছানাও 'ডিপ ক্লিন' করুন। ধুলো-ময়লা পরিষ্কার করার জন্য ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে গদি,তোষক পরিষ্কার করে নিতে পারেন। এছারাও অতিথি আপ্যায়নে বিছানায় বসেই চলছে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা? এক্ষেত্রে অনেকসময়ই খাবার বা পানীয় বিছানায় পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটে থাকে। সেক্ষেত্রে সামান্য শ্যাম্পু জলে গুলে নিয়ে তাতে কাপড় ডুবিয়ে আলতো করে ঘষে তোষক বা গদির দাগ মুছে নিতে পারেন। শুধু তাই নয়, বিছানা, বালিশ জীবাণুমুক্ত করতে পুরনো পন্থা অবলম্বনে সবকিছু রোদে দিয়ে নিতে পারেন। আর বাড়িতে যদি স্টিমার থাকে তাহলে তা দিয়েও বালিশ-বিছানা জীবাণুমুক্ত করতে ব্যবহার করতে পারেন।
তবে মনে রাখবেন উৎসবের মরশুম ছাড়াও মোটামুটি এক সপ্তাহ অন্তর বিছানার চাদর ও বালিশের কভার পালটানো দরকার বিশেষভাবে। তা যদি গরমকাল হয় তাহলে বিশেষ নজর দিতে হবে। রাতে শোওয়ার সময় সারাদিন বিছানার উপর পেতে রাখা চাদরখানা তুলে দিয়ে অন্য একটি চাদর পেতে শুতে পারেন। এটা সারাদিনের ধুলোময়লা লেগে থাকা চাদরে শোওয়া থেকে বিরত থাকবেন এবং দিনের শেষে আপনার ঘুমও ভালো হবে।
