shono
Advertisement

Breaking News

Lifestyle News:

শখের সেরামিকের বাসন ঝকঝকে করতে চান? জল আর সাবান যথেষ্ট নয়, এই বিষয়গুলিও মাথায় রাখুন

কীভাবে যত্ন নেবেন জেনে নিন।
Published By: Arani BhattacharyaPosted: 05:23 PM Nov 02, 2025Updated: 05:23 PM Nov 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে রান্নাঘরের ধরণ। একইসঙ্গে পাল্লা দিয়ে বদলেছে রান্নায় বা খাবার টেবিলে ব্যবহৃত বাসনপত্রও। এই মুহূর্তে বেশিরভাগ 'নিউক্লিয়ার' পরিবারের মডিউলার কিচেনে জায়গা করে নিয়েছে বিভিন্ন বাসনপত্রের সঙ্গে সমানভাবে সেরামিকের বাসনও। কিন্তু আর পাঁচটা বাসনের থেকে সেরামিকের থালা-বাটি পরিষ্কার করার নিয়ম একটু আলাদা। সঠিকভাবে তা পরিষ্কার করলে যত্নে থাকবে আপনার রান্নাঘরের সেরামিকের বাসনগুলি। কীভাবে তার যত্ন নেবেন জেনে নিন।

Advertisement


ব্যবহার করা সেরামিকের বাসন বাজারচলতি সাবান দিয়ে সহজে পরিষ্কার করা সম্ভব হয় না। জেল্লাও যেন হারিয়ে যায়। তাই তা পরিষ্কার করতে জলের মধ্যে ১ কাপ মতো ভিনিগার মিশিয়ে নিয়ে তার মধ্যে পাত্রগুলো ভিজিয়ে রেখে দিন। সমস্ত দাগ ও গন্ধ দূর করতে এরপর বাসন মাজার সাবান দিয়ে ভালোভাবে মেজে ধুয়ে নিন।

সেরামিকের বাসনে বাসন মাজার প্যাড দিয়ে ঘষলে মুশকিল হবে। সেক্ষেত্রে চটজলদি সমাধান পেতে ব্যবহার করতে পারেন বেকিং সোদা। সেরামিকের বাসনে ২-৩মিনিট বেকিং সোডা মাখিয়ে রেখে দিন। এরপর নরম স্পঞ্জ বা দিয়ে ভালোভাবে মেজে ধুয়ে নিলেই ঝকঝকে হয়ে উঠবে আপনার হেঁশেলের শখের বাসন।

সেরামিকের পাত্র পরিষ্কার করতে পাতিলেবুর জুড়ি মেলা ভার। গরম জলের মধ্যে লেবুর রস মিশিয়ে নিয়ে তাতে লিক্যুইড বাসন মাজার সাবান দিয়ে সেরামিকের বাসন পরিষ্কার করলে চটজলদি সমাধান মিলবে। জেল্লাও ফিরবে আপনার শখের সেরামিকের বাসনের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ব্যবহার করা সেরামিকের বাসন বাজারচলতি সাবান দিয়ে সহজে পরিষ্কার করা সম্ভব হয় না।
  • জেল্লাও যেন হারিয়ে যায়। তাই তা পরিষ্কার করতে জলের মধ্যে ১ কাপ মতো ভিনিগার মিশিয়ে নিয়ে তার মধ্যে পাত্রগুলো ভিজিয়ে রেখে দিন।
  • সমস্ত দাগ ও গন্ধ দূর করতে এরপর বাসন মাজার সাবান দিয়ে ভালোভাবে মেজে ধুয়ে নিন।
Advertisement