সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাগানবিলাসীদের জন্য শীতকাল হচ্ছে পছন্দের ছাদ বাগানে পছন্দের গাছ বসানোর এক মোক্ষম সময়। এই শীতের মরশুমি ফুলের গাছ হিসেবে পিটুনিয়ার নাম সবার প্রথমে আসে। ছাদ বা বারান্দা জুড়ে বিভিন্ন রঙের পিটুনিয়া ফুটে থাকলে তা মনেও রঙ লাগাবে বইকি। কীভাবে আপনার শখের বাগানে এই শীতে পিটুনিয়া ফোটাবেন? কীভাবেই বা যত্ন নেবেন জেনে নিন।
প্রথমেই যেটা করতে হবে তা হল এই গাছের চারা কেনার সময় সতর্ক হয়ে চারা কিনতে হবে। একইসঙ্গে নজর রাখতে হবে পিটুনিয়া টবে বসানোর আগে মটি তৈরির দিকেও। চারা নিয়ে এলে খুব ছোট পাত্রে মাটি ও ভার্মি কম্পোস্ট সার মিশিয়ে নিয়ে তাতে এক এক করে আপনার পছন্দের চারাগাছগুলি বসিয়ে দিন। এরপর খুব সামান্য জল দেবেন। মাথায় রাখবেন প্রতিদিন এই গাছে প্রচুর জল দেওয়া যাবে না। রাখা যাবে না প্রখর রোদেও। সামান্য ছায়াতে এই গাছ বিশেষভাবে ভালো ও সতেজ থাকে। মাথায় রাখবেন যে পাত্রেই এই গাছ বসান না কেন তাতে যেন জল নিষ্কাশনের জন্য ছিদ্র থাকে।
মাথায় রাখবেন পিটুনিয়া গাছের বৃদ্ধিতে সঠিক পরিমাণে সার দেওয়ার প্রয়োজন। গাছের সঠিক বৃদ্ধি নজরে না এলে সারও পরিবর্তন করতে হবে। একইসঙ্গে গাছে একটি বা দু'টি ফুলের কুঁড়ি এলে তা ছেঁটে ফেলতে হবে। মনে রাখবেন একটা-দু'টো ফুল মাঝে মাঝে এলে বা অসময়ে এই গাছে কুঁড়ি ধরলে তখন গাছ ভরে রংবেরঙের পিটুনিয়া ফুল পাওয়া মুশকিল হয়ে যাবে। তাই আপনার শখের গাছের দেখভাল করুন সঠিকভাবে।
