shono
Advertisement

Breaking News

Sweater

সোয়েটারে রোঁয়া উঠছে? সহজ ঘরোয়া কৌশলেই হাল ফেরান শীতপোশাকের

শীতের শুরুতে এই সমস্যায় কি ভুগছেন আপনিও?
Published By: Sayani SenPosted: 05:51 PM Dec 14, 2025Updated: 05:51 PM Dec 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝ ডিসেম্বরে বেশ জমিয়ে শীত পড়েছে। আলমারি থেকে ধুলো ঝেড়ে বেরতে শুরু করেছে সোয়েটার। সারাবছর আলমারিতে থাকা সোয়েটার থেকেও নাকি রোঁয়া উঠছে। আর তা দেখেই মনখারাপ। কীভাবে ফের সাধের শীতপোশাকের শ্রী ফেরানো যায়, তা ভেবে মাথায় হাত। তবে জানেন কি, খুব সহজ ঘরোয়া কৌশলেও ফের সোয়েটারের রূপ ফেরানো সম্ভব। জেনে নিন সেই টিপস।

Advertisement

* সোয়েটারে রোঁয়া ওঠার সমস্য়া দূর করতে চাইলে কাচার সময় সাবধান হওয়া প্রয়োজন। বেশি ক্ষারযুক্ত সাবান ব্যবহার করবেন না। হালকা সাবান ব্যবহার করুন। প্রয়োজনে শ্যাম্পু ব্যবহার করতে পারেন। তবে শীতপোশাক ভালো রাখতে চাইলে সবচেয়ে ভালো ড্রাইওয়াশ।

* শীতপোশাক কাচার সময় জলে অল্প হোয়াইট ভিনিগার মিশিয়ে নিতে পারেন। তাতে সোয়েটারের উল নরম থাকবে। আবার রোঁয়া ওঠার সমস্যা থেকেও দ্রুত রেহাই পাবেন।

* বাড়িতে না থাকলে আজই কিনে নিন ফ্যাব্রিক শেভার। যা ট্রিমার কিংবা ইলেকট্রিক রেজারের মতো কাজ করে। কোনও শক্ত জায়গায় সোয়েটার রাখতে হবে। এবার তার উপর দিয়ে ধীরে ধীরে ফ্যাব্রিক শেভার চালান। তাতে সোয়েটারের রোঁয়া উঠে যাবে। একেবারে নতুনের মতো হয়ে যাবে আপনার সোয়েটার। শীতপোশাকের ক্ষতি হবে না এতটুকু।

* সোয়েটারের রোঁয়া তুলতে সাহায্য করে লিন্ট রোলারও। এটি একটি আঠার মতো জিনিস। যা সোয়েটারের রোঁয়ার উপর লাগিয়ে কিছুক্ষণ পর তুলে ফেলতে হবে। চটজলদি সোয়েটারকে একেবারে নতুন রূপ দিতে লিন্ট রোলারের কোনও বিকল্প নেই।

* বাড়িতে থাকা সেলোটেপও কিন্তু একই পদ্ধতিতে ব্যবহার করলে কাজে দিতে পারে। তাই আর দেরি না করে নিজের সোয়েটারের রোঁয়া তুলতে সেলোটেপ ব্যবহার করতে পারেন।

* শীতে পা ফাটার সমস্যায় ভোগেন অনেকে। আর পা ফাটার সমস্যা থেকে রেহাই পেতে পিউমিক স্টোন ব্যবহার করেন বেশিরভাগ মানুষ। ওই স্টোন দিয়েও সোয়েটারের রোঁয়া তোলা সম্ভব। স্রেফ একবার সোয়েটারের উপর পিউমিক স্টোন ঘষে দিলেই কেল্লাফতে।

তাই আর দেরি কীসের? শীতপোশাক খারাপ হয়ে যাওয়ার হতাশাকে দূরে সরান। ঘরোয়া কৌশলে আজই সমস্যা থেকে রেহাই পান। ফেরান শীতপোশাকের শ্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সারাবছর আলমারিতে থাকা সোয়েটার থেকেও নাকি রোঁয়া উঠছে। আর তা দেখেই মনখারাপ।
  • খুব সহজ ঘরোয়া কৌশলেও ফের সোয়েটারের রূপ ফেরানো সম্ভব।
  • শীতপোশাক কাচার সময়েও বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
Advertisement