সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে দেব-দেবীর ছবি রাখা অত্যন্ত শুভ। সংকটমোচনের জন্য অনেকেই বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি রাখেন। বাস্তুতন্ত্র মতে, বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি রাখলে তা নেগেটিভ এনার্জি দূর করে। মন থেকে ভয় ও দুঃস্বপ্ন হটায়। এমনকী বাস্তুদোষ থাকলে, বজরংবলীর প্রভাবে তা কেটে যায়। সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বাড়ে। কিন্তু বাড়ির ঠিক কোথায় রাখবেন পঞ্চমুখী হনুমান তা কি জানেন?
পঞ্চমুখী হুনুমানজির পাঁচটা মুখ আলাদা আলাদা গুণের প্রকাশ। পাঁচ দিক নির্দেশ করেই এই ছবি বা মূর্তি রাখতে হয়। পূর্ব দিকের বানর মুখ শত্রুদের পরাস্ত করে। পশ্চিমে গরুড় মুখ সমস্ত বাধা-বিপত্তি দূর করে। উত্তরমুখী বরাহ মুখ খ্যাতি ও শক্তি বৃদ্ধি করে। দক্ষিণে নৃসিংহ মুখ ভয় নাশ করে। আর আকাশমুখী হয়গ্রীব ভক্তের যেকোনও মনস্কামনা পূর্ণ করে। কিন্তু কোথায় ও কীভাবে রাখবেন এই পঞ্চমুখী হনুমান?
বাস্তুশাস্ত্র মতে, বাড়ির দরজায় পঞ্চমুখী হনুমানের ছবি লাগানো সবচেয়ে শুভ। এটি নেগেটিভ এনার্জিকে ঘরে প্রবেশ করতে দেয় না। দরজা সর্বদা পরিষ্কার রাখবেন। এমন ছবি বেছে নেবেন যেখানে হনুমানজী দক্ষিণমুখী অবস্থান করেন। দক্ষিণ দিককে বলা হয় যমরাজের দিক। তাই, অশুভকে দূর করে সংসারে শ্রীবৃদ্ধি বাড়াতে এই স্থানে ছবি রাখতে পারেন। দক্ষিণে জায়গা না থাকলে দক্ষিণ-পশ্চিম দিকেও তা রাখতে পারেন।
