shono
Advertisement

Breaking News

World Environment Day 2025

পরিবেশের 'যম' প্লাস্টিক, বাড়িতে ব্যবহার কমানোর জেনে নিন সহজ কৌশল

গড়ে তুলুন প্লাস্টিকমুক্ত গৃহকোণ।
Published By: Sayani SenPosted: 03:22 PM Jun 05, 2025Updated: 03:22 PM Jun 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৃথিবীকে দূষণমুক্ত করার জন্য প্লাস্টিক বর্জন অত্যন্ত প্রয়োজন। তবে তা সত্ত্বেও প্লাস্টিকের ব্য়বহার কমছে কই? বরং প্রতি মুহূর্তে বাড়ছে ব্যবহার। বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিকমুক্ত পৃথিবী গড়ার অঙ্গীকার নিন। পরিবেশের 'যম' প্লাস্টিকের ব্যবহার কীভাবে কমাবেন বুঝতে পারছেন না তাই তো? জেনে নিন সহজ কৌশল।

Advertisement

* প্লাস্টিক ব্যাগ ভুলেও ব্যবহার করবেন না। তার পরিবর্তে কাপড়ের কিংবা পাটের ব্যাগ ব্যবহার করুন। তার ফলে প্লাস্টিকের ব্যবহার কমবে অনেকটা। পাল্লা দিয়ে কমবে দূষণও।

* অনেকেই জলের বোতল নিয়ে বাইরে বেরতে ভুলে যান। তার ফলে বাইরে থেকে কিনে মিনারেল ওয়াটার খান। আর ওই বোতল ব্যাগবন্দি করে ঘরে ফেরেন। এই অভ্যাস বদল করুন। পরিবর্তে বাড়িতে রিইউজেবল ব্যবহার করুন। এই অভ্যাস প্লাস্টিক দূষণ থেকে পৃথিবীতে বাঁচাতে কিছুটা সাহায্য করবে।

* রান্নাঘরে সাদা প্লাস্টিকের কৌটো জমানোর অভ্যাস থাকে অনেকের। প্লাস্টিকমুক্ত পৃথিবী চাইলে ভুলেও তা ব্যবহার করবেন না। পরিবর্তে স্টিল কিংবা কাচের কৌটো ব্যবহার করতে পারেন।

* ক্যাফে কিংবা রেস্তরাঁয় অনেকেই প্লাস্টিকের স্ট্র, চামচ ব্যবহার করেন। ব্যবহারের আগে বিরোধিতা করুন। আর বাড়িতে ভুলেও এগুলি নিয়ে আসবেন না। পরিবর্তে বাঁশ কিংবা আখের স্ট্র, চামচ ব্যবহার করতে পারেন।

* ফল, শাকসবজি, চাল, ডালের প্যাকেট রান্নাঘরে জমাবেন না। জমানো মানেই তা ব্যবহার করা। তাই হাতে আসামাত্রই ফেলে দিন।

* শ্যাম্পু, তেলের প্লাস্টিকের শিশি আবার অন্য কোনও কাজে ব্যবহার করবেন না। তা ফেলে দেওয়াই ভালো।

* সাবান, রান্নার তেল, স্ন্যাকসের মতো জিনিসপত্র একসঙ্গে বেশি পরিমাণে কিনুন। তার ফলে বাড়িতে প্লাস্টিক আসবে কম। স্বাভাবিকভাবে ব্যবহারও হবে কম।

এই সামান্য কয়েকটি সহজ কৌশলে আপনি প্লাস্টিকমুক্ত গৃহকোণ গড়ে তুলতে পারেন আপনি। আপনার এই ছোট্ট পদক্ষেপই একদিন প্লাস্টিকমুক্ত পৃথিবী গড়তে সাহায্য করবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্লাস্টিক ব্যাগ ভুলেও ব্যবহার করবেন না। তার পরিবর্তে কাপড়ের কিংবা পাটের ব্যাগ ব্যবহার করুন।
  • শ্যাম্পু, তেলের প্লাস্টিকের শিশি আবার অন্য কোনও কাজে ব্যবহার করবেন না।
  • রান্নাঘরে সাদা প্লাস্টিকের কৌটো জমানোর অভ্যাস থাকে অনেকের। প্লাস্টিকমুক্ত পৃথিবী চাইলে ভুলেও তা ব্যবহার করবেন না।
Advertisement