সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চৈত্র থেকেই ঘামতে শুরু করেছে রাজ্যবাসী। বৈশাখের শুরুতে শেষ ক’দিনে দু-এক পশলা বারি ধারা হলেও, সময়ের সঙ্গে সঙ্গে গরম যে বাড়বে সেটা সকলেরই জানা। অনেকেই এই অস্বস্তিকর গরম একটু স্বস্তি পেতে এসি কিনে থাকেন। তবে এসি কিনতে গেলে পকেট থেকে যেভাবে নগদ নারায়ণ খসাতে হয়, তাতে এসি কেনার ভাবনাচিন্তা করেও অনেকেই পিছপা হয়ে যান।
কিন্তু এবার সেই সমস্যার সমাধান করতে আসরে নামল কেন্দ্রীয় সরকার। ‘প্রধানমন্ত্রী এসি যোজনা’ নামে নতুন একটি প্রকল্প নিয়ে এসেছে মোদি সরকার। রিপোর্ট অনুযায়ী, গত ২০২৩-২৪ সালে দেশজুড়ে প্রায় ১১ মিলিয়ন এসি বিক্রি হয়েছে। ফলে গোটা দেশে বিদ্যুতের চাহিদাও বেড়েছে। জানা গিয়েছে এই পরিস্থিতিতে সাধারণের জন্য বিদ্যুতের বিল কমানো এবং দেশজুড়ে বিদ্যুতের চাহিদা কমানোর জন্য এই প্রকল্পের চিন্তাভাবনা কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে খবর, থ্রি-স্টার এসির বদলে ফাইভ-স্টার রেটিং যুক্ত এসি ব্যবহার করলে পরিবার পিছু ৬,৩০০ টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় হতে পারে।
সস্তায় ফাইভ স্টার এসি কেনার সুযোগই করে দেবে প্রধানমন্ত্রীর এসি যোজনা। কীভাবে? সূত্রের খবর, পুরনো এসি রিসাইকেল করে স্বীকৃত্ব পুর্নব্যবহার কেন্দ্রগুলিতে তা হস্তান্তরিত করতে হবে। এতে সেখান থেকে একটি সার্টিফিকেট পাওয়া যাবে। এই সার্টিফিকেট দেখিয়ে নতুন এসি কেনার ক্ষেত্রে বিশেষ ছাড় পাওয়া যাবে। জানা গিয়েছে, এই সার্টিফিকেট দেখিয়ে ৪০-৬০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন গ্রাহকরা।
ভারতের স্থায়ী বাসিন্দা হলেই আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তাছাড়াও আরও বেশ কয়েকটি শর্ত রয়েছে। যেমন, এই প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে পারিবারিক বার্ষিক আয়ের সীমা দেওয়া হয়েছে। আবেদনকারীর পরিবারকে আয় নূন্যতম ২.৫ লক্ষ থেকে ৫ লক্ষের মধ্য হতে হবে। বৈধ বিদ্যুৎ সংযোগ থাকতে হবে। বাড়িতে বয়স্ক ব্যক্তি বা শিশু থাকলে অগ্রাধিকার পাবেন।
এই যোজনায় আবেদন করার জন্য একটি নির্দিষ্ট পোর্টাল চালু করা হবে। এই পোর্টালে আবেদন করার জন্য বেশ কয়েকটি নথির কথা বলা হয়েছে। মূলত আধার কার্ড, আয়ের শংশাপত্র, ঠিকানার প্রমাণপত্র হিসাবে রেশন কার্ড, ভোটার কার্ডের মধ্যে যে কোনও একটা। সাম্প্রতিক বিদ্যুতের বিল, পাসপোর্ট, ছবি ইত্যাদি।
তবে এখনই দেশজুড়ে চালু হচ্ছে না এই প্রকল্প। আপাতত রাজধানীতেই পরিক্ষামূলক ভাবে প্রকল্পটি চালু করা হবে। সেখানে যদি কেউ পুরনো থ্রি স্টার রেটিং যুক্ত এসির বদলে ফাইভ স্টার রেটিংয়ের এসি নিতে চান, তাহলে তাঁরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
