জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বছর খানেক ধরে নাবালিকাকে পড়াচ্ছেন গৃহশিক্ষক। আর পড়ানোর অছিলায় সেই নাবালিকাকে দিনের পর দিন যৌন হেনস্থা করছিলেন সেই গুণধর গৃহশিক্ষক। সোমবারও ওই ছাত্রীর সঙ্গে অভব্য আচরণ করেন তিনি। আর চেপে রাখতে না পেরে বাড়ি গিয়ে মাকে সব বলে দেয় ছাত্রী। ঘটনা জানাজানি হয়ে যায়। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হল ওই গৃহশিক্ষককে। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে বনগাঁর গাইঘাটা থানা এলাকায়।
ধৃত ব্যক্তির নাম নয়ন বিশ্বাস। বাড়ি গাইঘাটা থানার মানিকহিরা এলাকায়। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে নিজের বাড়িতেই বিভিন্ন ক্লাসের ছেলেমেয়েদের পড়ান তিনি। ওই এলাকারই এক বছর নয়ের নাবালিকাও তাঁর কাছে পড়তে যেত। তার উপরে লালসার নজর পড়েছিল ওই মাস্টারমশাইয়ের। গত বেশ কয়েক মাস ধরে এই অসভ্যতা শুরু করেছিলেন নয়ন।
অভিযোগ, অন্যান্যদের বাড়ি পাঠিয়ে দিলেও তাঁকে নানা অছিলায় আটকে রাখা হত। শিক্ষকের যৌন হেনস্থার শিকার হত সে। বাড়িতে কিছু বলতে বারণও করে ভয় দেখানো হত। সোমবারও একইভাবে হেনস্থার শিকার হয় ওই নাবালিকা। শেষপর্যন্ত বাড়ি ফিরে তার মাকে সব কিছু খুলে বলে সে। ঘটনার কথা শুনে হতবাক হন পরিবারের সদস্যরা। সোমবার রাতেই গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। কিছু সময়ের মধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
আজ মঙ্গলবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক অভিযুক্তকে চারদিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।